Ajker Patrika

বৃত্তি পাবে ২০০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২১ মার্চ ২০২২, ১৪: ৩২
বৃত্তি পাবে ২০০ বাংলাদেশি

মেধাবৃত্তি নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়ার সুযোগ পাবেন ২০০ বাংলাদেশি শিক্ষার্থী। গতকাল রোববার বেলা ১১টায় নগরের মেহেদীবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য রুবানা হক।

রুবানা হক বলেন, ‘আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশকে আর্থিক সহায়তা দিয়ে আসছি। এর পাশাপাশি এই বছর থেকে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করছি। ২০০ শিক্ষার্থী এই বৃত্তি নিয়ে পড়তে পারবেন। শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বৃত্তি পাবেন। বৃত্তি পেলে শিক্ষার্থীরা মাত্র ৪০ শতাংশ ফি দিয়ে পড়তে পারবেন।’

জানা গেছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর ওপর এবং এ লেভেল এবং আইবি শিক্ষার্থীদের জন্য গ্রেড এবং পয়েন্ট ভিত্তিতে বৃত্তিটি দেওয়া হবে।

রুবানা হক আরও বলেন, ‘এইউডব্লিউর ৯৮ শতাংশ শিক্ষার্থী বিশ্বজুড়ে ব্যক্তিগত দাতাদের অর্থায়নে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পড়ছেন। বেশির ভাগ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষে তাঁদের নিজ দেশে বেসরকারি পর্যায়ে চাকরি পান। আবার অনেকে স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, কলম্বিয়া, ব্র্যান্ডেস, সারে এবং বিশ্বের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।’

২০০৮ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম নগরের মেহেদীবাগে অবস্থিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাও পিডিআর, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, শ্রীলঙ্কা, সিরিয়া, তিমুর লেস্তে, ভিয়েতনাম এবং ইয়েমেনসহ ১৯টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।

রুবানা হক বলেন, এইউডব্লিউ এই অঞ্চলজুড়ে নারী নেতা, উদ্যোক্তা এবং পরিবর্তনের নির্মাতাদের গড়ে তোলার জন্য কাজ করছে। এই বিশ্ববিদ্যালয় এমন নারীদের খুঁজে বের করে, যাঁদের উল্লেখযোগ্য একাডেমিক সম্ভাবনা ও সাহস আছে। অন্যায়ের প্রতি ক্ষোভের অনুভূতি প্রদর্শন করে এবং অন্য লোকেদের দুঃখের প্রতি সহানুভূতিশীল।

স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু আগামী মাসে

বর্তমানে ভাড়ায় পরিচালিত হচ্ছে এইউডব্লিউর ক্যাম্পাসটি। তবে বাইজিদের ছলিমপুরে ১৪০ একর জায়গার ওপর স্থায়ী ক্যাম্পাসের করা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যেই খ্যাতিমান স্থপতি মোশে সাফদি এই স্থায়ী ক্যাম্পাসের নকশাও করেছেন।

এপ্রিলে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরুর কথা জানিয়ে এইউডব্লিউর উপাচার্য রুবানা হক বলেন, ‘মূল ক্যাম্পাসের নির্মাণকাজ এপ্রিল থেকে শুরু হবে। ২০২৪ সালের মধ্যে নির্মাণের প্রথম ধাপ শেষ করার আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত