Ajker Patrika

রাঙ্গুনিয়ায় সদস্য পদে ভাইয়ের প্রতিপক্ষ ভাই

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ০০
রাঙ্গুনিয়ায় সদস্য পদে ভাইয়ের প্রতিপক্ষ ভাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৮ নম্বর সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সদস্য পদে লড়ছেন দুই সহোদর। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঁদের মধ্যে বড় ভাই আবু আবছার ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ছোট ভাই নুরুল আবছার।

স্থানীয়রা জানান, আবু আবছার পর পর দুইবার ওই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ছোট ভাই নুরুল আবছার।

এ বিষয়ে আবু আবছার বলেন, ‘সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমি প্রার্থী হয়েছি। আমার ভাইও প্রার্থী হয়েছেন তাঁর ইচ্ছায়। আমাদের বাইরেও এই ওয়ার্ডে আরও ৩ জন প্রার্থী আছেন। ভোটারেরা যাঁকে উপযুক্ত মনে করবেন তাঁকে ভোট দেবেন।’

ছোট ভাই নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় আমাদের পরিবারের ঐতিহ্য আছে। মানুষ আমাদের সম্মান করেন। ফলে বড় ভাই দুই বার সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকাবাসী এবার আমাকে নির্বাচন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তাঁদের অনুরোধে নির্বাচনে এসেছি।’ এলাকাবাসী যাঁকে বেশি ভোট দেবেন তিনিই সদস্য হবেন বলেও মন্তব্য করেন তিনি। ওই ওয়ার্ডের অন্য প্রার্থীরা হলেন জাহাঙ্গীর আলম (ফুটবল), সাইফুদ্দিন আজম (তালাচাবি) ও ইকবাল হোসেন (টিউবওয়েল)।

আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার ১৩ ইউপির ভোট। ইতিমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

টাঙ্গাইলে মারধরের জেরে মুখোমুখি বণিক সমিতি ও শ্রমিক সংগঠন, পাল্টাপাল্টি বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত