ক্রীড়া ডেস্ক
রোলাঁ গারোর লাল দুর্গে শিরোপা হাতে রাফায়েল নাদালের ঝলমলে হাসির দৃশ্য আর নতুন কী? রেকর্ড ১৩টি ফ্রেঞ্চ ওপেন ও ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী স্প্যানিয়ার্ড বর্ণিল ক্যারিয়ারে প্যারিসের কোর্টে হেরেছেনই মোটে তিন ম্যাচ।
শ্রেষ্ঠত্বের মঞ্চে ওঠাও নাদালের কাছে ডান হাতের খেল (তিনি যে বাঁহাতি)। সে কারণে তাঁর ফাইনালের প্রতিপক্ষকে নিয়েই বরং আলোচনা হয় বেশি। কোর্ট ফিলিপে চার্টরিয়ারে আজ সন্ধ্যায় ফুরফুরে নাদাল যখন ১৪ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্যে নামবেন, তখনও আলোচনায় থাকার কথা এবারের প্রতিপক্ষ ক্যাসপার রুডেরই।
প্রথম নরওয়েজিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এরই মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। ১২টি চ্যালেঞ্জার্স শিরোপা জিতলেও কখনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি। নিজের ক্যারিয়ারের অপ্রাপ্তি নিশ্চয় ২৩ বছর বয়সী ছেলেকে দিয়ে পূরণ করে নিতে চাইবেন তিনি।
রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে আজ শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছেন নাদাল। পরশুই ৩৭-এ পাওয়া দেওয়া টেনিস নক্ষত্রকে আবার ‘স্বপ্নের নায়ক’ ভাবেন রুড।
নাদালের বিপক্ষে রূপকথার ফাইনালের আগে রুড বলেছেন, ‘কোর্টে কীভাবে নিজেকে প্রদর্শন করতে হয়, তিনি সেটির নিখুঁত উদাহরণ। ফল যাই হোক, তিনি সারাজীবন আমার আদর্শ হয়ে থাকবেন।’
রোলাঁ গারোর লাল দুর্গে শিরোপা হাতে রাফায়েল নাদালের ঝলমলে হাসির দৃশ্য আর নতুন কী? রেকর্ড ১৩টি ফ্রেঞ্চ ওপেন ও ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী স্প্যানিয়ার্ড বর্ণিল ক্যারিয়ারে প্যারিসের কোর্টে হেরেছেনই মোটে তিন ম্যাচ।
শ্রেষ্ঠত্বের মঞ্চে ওঠাও নাদালের কাছে ডান হাতের খেল (তিনি যে বাঁহাতি)। সে কারণে তাঁর ফাইনালের প্রতিপক্ষকে নিয়েই বরং আলোচনা হয় বেশি। কোর্ট ফিলিপে চার্টরিয়ারে আজ সন্ধ্যায় ফুরফুরে নাদাল যখন ১৪ তম ফ্রেঞ্চ ওপেন জয়ের লক্ষ্যে নামবেন, তখনও আলোচনায় থাকার কথা এবারের প্রতিপক্ষ ক্যাসপার রুডেরই।
প্রথম নরওয়েজিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে এরই মধ্যে শোরগোল ফেলে দিয়েছেন রুড। বাবা ক্রিস্টিয়ান রুড নিজেও ছিলেন পেশাদার টেনিস খেলোয়াড়। ১২টি চ্যালেঞ্জার্স শিরোপা জিতলেও কখনো গ্র্যান্ড স্লাম জেতা হয়নি। নিজের ক্যারিয়ারের অপ্রাপ্তি নিশ্চয় ২৩ বছর বয়সী ছেলেকে দিয়ে পূরণ করে নিতে চাইবেন তিনি।
রুডকে নিয়ে টেনিস বিশ্বে চর্চাটা আরও বেশি হওয়ার কারণ তিনি নাদালেরই একাডেমির শিক্ষার্থী! নিজ প্রতিষ্ঠানের ছাত্রের বিপক্ষে আজ শিরোপার লড়াইয়ে নামতে যাচ্ছেন নাদাল। পরশুই ৩৭-এ পাওয়া দেওয়া টেনিস নক্ষত্রকে আবার ‘স্বপ্নের নায়ক’ ভাবেন রুড।
নাদালের বিপক্ষে রূপকথার ফাইনালের আগে রুড বলেছেন, ‘কোর্টে কীভাবে নিজেকে প্রদর্শন করতে হয়, তিনি সেটির নিখুঁত উদাহরণ। ফল যাই হোক, তিনি সারাজীবন আমার আদর্শ হয়ে থাকবেন।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪