Ajker Patrika

ঘিওরের ৭ ইউপিতে নৌকা চান ৩১ জন

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৩: ১৬
ঘিওরের ৭ ইউপিতে নৌকা চান ৩১ জন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণার পর থেকে মানিকগঞ্জের ঘিওরে বইছে নির্বাচনী হাওয়া। আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে উপজেলার সাত ইউনিয়নে দৌড়ঝাঁপ শুরু করেছেন ৩১ জন। মনোনয়ন পেতে উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের দ্বারস্থও হচ্ছেন অনেক প্রার্থী।

শুধু আওয়ামী লীগের মনোনয়ন নয়, ভোটারদের মন জয়েও নেমেছেন অনেকে। সম্ভাব্য প্রার্থীরা প্রচার চালিয়ে যাচ্ছেন বিভিন্ন গ্রাম-গঞ্জ, হাট বাজারে। চায়ের দোকানগুলোও নির্বাচনী আলোচনায় হয়ে উঠছে সরগরম।

উপজেলা আওয়ামী লীগ অফিস সূত্রে জানা যায়, ঘিওর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনজন, বানিয়াজুরী ইউনিয়নে দুজন, পয়লা ইউনয়নে আটজন, বড়টিয়া ইউনিয়নে ছয়জন, সিংজুরী ইউনিয়নে নৌকা প্রতীক চান চারজন, বালিয়াখোড়া ইউনিয়নে তিনজন, নালী ইউনিয়নে পাঁচজন। তাঁরা সবাই নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ ঘোষ বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কেন্দ্র থেকে যে প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়া হবে, দলের সবার সেই প্রার্থীর হয়ে কাজ করতে হবে। আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কোনো প্রার্থী যদি দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে কিংবা বিদ্রোহী প্রার্থী হন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার সাতটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৩১ জনের মনোনয়নপত্র পেয়েছি। যাচাই-বাছাই করে দলীয় মনোনয়নের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হয়েছে। জেলা থেকে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম আজকের পত্রিকাকে বলেন, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ঘিওর উপজেলায় ভোটগ্রহণ হবে। উপজেলায় মোট ভোটার ১ লাখ ২৬ হাজার ৪৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৮৭০ জন, নারী ভোটার ৬৩ হাজার ৫৯২ জন। মোট ৬৪টি ভোটকেন্দ্রের ৩৪৪টি বুথের মাধ্যমে হবে ভোটগ্রহণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত