Ajker Patrika

১১ কোটি টাকা ব্যয়ে হচ্ছে নতুন ৬ সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ০৬
১১ কোটি টাকা ব্যয়ে হচ্ছে নতুন ৬ সড়ক

১১ কোটি টাকা ব্যয়ে ৬ সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু। গতকাল শনিবার সকালে ২৩ নম্বর ওয়ার্ডে এর উদ্বোধন করেন মেয়র।

নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে সুতিয়াখালীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘শেখ হাসিনা ময়মনসিংহকে বিভাগ ও সিটি করপোরেশন দিয়েছেন। সিটি করপোরেশনের উন্নয়নে তিনি ১ হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এই প্রকল্প থেকে নতুন ওয়ার্ডের উন্নয়নে ৬০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছে।’

মেয়র আরও বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হয়েছে। করোনা না থাকলে এত দিনে কাজগুলো দৃশ্যমান থাকত।

এ সময় মেয়র সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমরা এগিয়ে যেতে চাই। ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।’

সড়কগুলোর মধ্যে রয়েছে, সুতিয়াখালী কেবিআই থেকে পালবাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, কেবিআই থেকে আক্কাস আলী মোড়লবাড়ি রেললাইন পর্যন্ত আরসিসি সড়ক, খালপাড় থেকে ডুপি পাড়া পর্যন্ত বিসি সড়ক, সুতিয়াখালী থেকে কাউন্সিলর শাহনাজ বেগমের বাড়ি পর্যন্ত আরসিসি সড়ক, নজু সরকারবাড়ি ওমর আলী সড়ক থেকে ভাটিপাড়া বাইতুন্নাহার জামে মসজিদ এবং মধ্যপাড়া মসজিদ থেকে নামাপাড়া সিটি করপোরেশনের সীমানা পর্যন্ত আরসিসি ও বিসি সড়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত