Ajker Patrika

নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন সাত প্রার্থীর

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২২: ১৩
নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন সাত প্রার্থীর

ফেনীর পরশুরামে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের প্রচারে বাধাদান, নির্বাচন থেকে সরে দাঁড়ানোসহ প্রাণনাশের হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। দুজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এবং পাঁচজন সদস্য প্রার্থী এই আবেদন করেন। আবেদনকারীরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতা।

নিরাপত্তা চেয়ে আবেদনকারীরা হলেন উপজেলার বক্সমাহমুদ ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন (উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ থেকে সদ্য বহিষ্কৃত) এবং মির্জানগর ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলি আকবর ভূঁইয়া (উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য পদ থেকে সদ্য বহিষ্কৃত)।

এ ছাড়া ইউপি সদস্যরা হলেন চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেন, ১ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আহাম্মদ খোকা, ৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওসমান, ৫ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল এবং ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, একাধিক প্রার্থী লিখিত অভিযোগ জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. খালেদ হোসেন জানান, নির্বাচনে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। অভিযোগ পেলেই যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুই চেয়ারম্যান পদপ্রার্থী ও তাঁদের সমর্থকের প্রচারে বাধা ও হামলার অভিযোগে মামলায় আসামিদের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এখন পর্যন্ত তিনটি মামলা রেকর্ড করা হয়েছে। সব অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিথলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. মোশারফ হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হওয়ার পর থেকে বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মোল্লা ও তাঁর লোকজন নির্বাচন থেকে সরে যেতে তিনি ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছেন। তাঁদের এলাকা ছেড়ে চলে যেতে বলছেন।

অন্য প্রার্থীদেরও অভিযোগ, বর্তমান ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছেন।

চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা ভোটে নির্বাচিত (তৃতীয়বার) বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন ইউপি সদস্য পদে প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তাঁরা এসব বলছেন।

মোশারফ হোসেন ও মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জানান, নির্বাচনে কাউকে প্রচারে বাধা ও ভয়ভীতি দেখানোর সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত