Ajker Patrika

নৌকার দুই কর্মীকে মারধর

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ১৮
নৌকার দুই কর্মীকে  মারধর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারকাজ করায় দুজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, ভাই মনছুর হেলাল, মহি উদ্দিন কুদরত ও তাঁর সমর্থকেরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শাহিন নামের একজনকে আটক করে থানায় নেয় পুলিশ। কিন্তু পরে তাঁকে ছেড়ে দেয়। আহত ওই দুই কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

মারধরের এ ঘটনায় বুধবার দুপুরে শাহিনকে প্রধান আসামি, ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন মহির উদ্দিন। তবে এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই ইউপিতে নৌকা প্রতীক পেয়েছেন শফিকুল ইসলাম মণ্ডল। দীনবন্ধু ও আনোয়ার নৌকার সমর্থক। নৌকার পক্ষে কাজ করায় প্রধান অভিযুক্ত শাহিন, তাঁর ভাই আবুল কালাম, মহির উদ্দিনের ছেলে, ভাই ও সমর্থকেরা দীনবন্ধুকে মারধর করেন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আনোয়ারকেও মারধর করেন তাঁরা।

এ বিষয়ে শাহিনুর রহমান শাহিন বলেন, ‘দীনবন্ধুর সঙ্গে মারামারি নয়, কথা-কাটাকাটি হয়। এ নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। তখন পুলিশ আমাকে থানায় নিয়ে আসে। পরে ছেড়ে দেয়।’

থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত