Ajker Patrika

ফুলগাজীতে ইউপি সদস্যদের শপথ

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ১১
ফুলগাজীতে ইউপি সদস্যদের শপথ

ফেনীর ফুলগাজীতে দ্বিতীয় দফায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ফুলগাজী উপজেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তাঁদের শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ পাঠ করান ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুল আলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান মো. সেলিম, জিএম হাট ইউপি চেয়ারম্যান সৈয়দ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউপিতে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত