Ajker Patrika

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১২: ০৮
স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ১

মাদারীপুরের শিবচর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নাহিদ শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে ওই শিক্ষার্থী হেঁটে মালের হাট বাজারে যাচ্ছিল। পথে বিনা কোম্পানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়। ওই শিক্ষার্থী তখন তার সঙ্গে কথা বলছিল। এমন সময় বখাটে নাহিদ শেখ ও আরিফ হাওলাদার সেখানে উপস্থিত হন। তাঁরা ভয় দেখিয়ে মেয়ের বন্ধুকে চলে যেতে বাধ্য করেন। বখাটে দুই যুবক ওই শিক্ষার্থীকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে পাশের সন্ন্যাসীরচরের মাদবরকান্দির একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে নাহিদ শেখ তাকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে এলাকাবাসী এলে বখাটেরা পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। শনিবার রাত সোয়া ৮টার দিকে নির্যাতনের শিকার মেয়েটির ভাই নাহিদ ও আরিফকে আসামি করে মামলা করেন।

রাতে পুলিশ অভিযান চালিয়ে নাহিদ শেখকে গ্রেপ্তার করে। তবে আরিফ এখনো পলাতক। নাহিদ শেখ বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মল্লিককান্দি গ্রামের কাইয়ুম শেখের ছেলে। আরিফ হাওলাদার একই গ্রামের তারা মিয়া হাওলাদারের ছেলে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত