Ajker Patrika

সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ১৪
সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ মায়ের

টাঙ্গাইলের মির্জাপুরে স্বপ্না রানী সরকার (২৫) নামে এক গৃহবধূ ও তাঁর শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীর সঙ্গে অভিমান করে নিজের দেড় বছর বয়সী সন্তানকে নিয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের উত্তর ভানুয়াব ব্রিজের ওপর এই ঘটনা ঘটে।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বপ্না রানী সরকার উপজেলার গোড়াই নয়াপাড়া গ্রামের সুশান্ত চন্দ্র সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে গোড়াই খামারপাড়া গ্রামের সুশান্ত সরকারের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল ইউনিয়নের স্বপ্না রানী সরকারের বিয়ে হয়।

গত বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে সুশান্ত মাছ ধরতে গেলে ছেলে শিয়ানকে নিয়ে স্বপ্না রানী বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিকেলে রেল সড়কের ওই স্থানে গিয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সামনে সন্তানসহ তিনি ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

মির্জাপুরের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল ট্রেনের নিচে মা ছেলের ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা জানিয়ে বলেন, মরদেহ স্থানীয়রা নিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত