Ajker Patrika

তৃতীয় ধাপে আরও সাড়ে ২১ হাজার ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪১
তৃতীয় ধাপে আরও সাড়ে ২১ হাজার ঘর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে ২ লাখ ১৩ হাজার ২২৭টি পরিবারকে পুনর্বাসন করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেছেন, এখন প্রধানমন্ত্রী তৃতীয় ধাপে ২১ হাজার ৫৪১টি ঘর নির্মাণের কর্মসূচি হাতে নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলার আশ্রয়ণ-২ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়।

আহমদ কায়কাউস আরও বলেন, ঘর পেয়ে ভূমি ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে, স্বপ্ন দেখতে শিখবে। খাদ্য-বস্ত্রের সঙ্গে বাসস্থান নিশ্চিত করতে পারলে সকল মৌলিক চাহিদা পূর্ণতা পাবে।

মুখ্য সচিব সিভিল সার্ভিসে কর্মরত সকল কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের ফেরিওয়ালা। আপনারা চাকরি নিয়েছেন শুধু টাকার জন্য নয়। পাশাপাশি সমাজ ও সমাজব্যবস্থা পরিবর্তনে সকলকে আবেগ দিয়ে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি ও আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মো. মাহবুব হোসেন। চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত