Ajker Patrika

নতুন জীবন পাওয়া বেনেটের ভয়ংকর অতীত!

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৯: ৪৯
নতুন জীবন পাওয়া বেনেটের ভয়ংকর অতীত!

বেঁচে থাকার শেষ চেষ্টায় জিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড বেনেট (৫৭)। ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল সেন্টারের চিকিৎসকেরা হৃদ্‌রোগে আক্রান্ত বেনেটের দেহে শূকরের হৃদ্‌যন্ত্র বসান। এরপর থেকেই সুস্থ আছেন তিনি। কিন্তু ঐতিহাসিক এ ঘটনার পর বেরিয়ে এল বেনেটের ভয়ংকর অতীতের কথা। ১৯৮৮ সালে তিনি এক লোককে হত্যার জন্য সাতবার ছুরি চালিয়েছিলেন বলে অভিযোগ করেছেন লোকটির বোন।

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, হামলার শিকার অ্যাডওয়ার্ড শুমাখার অল্পের জন্য বেঁচে গেলেও বাকি জীবন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। দুই দশক শারীরিক জটিলতার পর ২০০৭ সালে তিনি মারা যান বলে রেডিও ফোরের ‘টুডে’ নামক শোতে জানিয়েছেন তার বোন। তিন দশক আগের এ ঘটনার পর বেনেটকে হৃদ্‌যন্ত্রের এ সুবিধা দেওয়ার সমালোচনা করছেন অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...