Ajker Patrika

বার্সা-ম্যানইউর কঠিন পরীক্ষা

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৫: ১৯
বার্সা-ম্যানইউর কঠিন পরীক্ষা

উত্থান-পতনের কঠিন এক সময় পার করছে ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। উত্থানের চেয়ে পতনের পাল্লাটাই অবশ্য বেশি ভারী। আজ রাতে আরেকবার আলাদা ম্যাচে পরীক্ষা দিতে নামবে এই দুই পরাশক্তি। নিজেদের ম্যাচে হারলে বিপদ বাড়বে দুই পক্ষেরই।

দিন বদলাতে এরই মধ্যে কোচ রোনাল্ড কোমানকে ছাঁটাই করেছে বার্সেলোনা। বর্তমানে বার্সার ডাগআউটে দাঁড়াচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ সের্গেই বারহুয়ান। তাঁর শুরুটাও অবশ্য ভালো হয়নি। কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সা। লা লিগায় বর্তমানে ৯ নম্বরে আছে তারা।

চ্যাম্পিয়নস লিগে অবশ্য অবস্থা আরও শোচনীয়। টানা দুই ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় ছিল কাতালান ক্লাবটি। তৃতীয় ম্যাচে অবশ্য দিনেমো কিয়েভের বিপক্ষে জিতে কিছুটা পরিস্থিতি বদলেছে বার্সা। আজ রাতে একই প্রতিপক্ষের বিপক্ষে দ্বিতীয় লেগের অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে বার্সা। এই ম্যাচে পয়েন্ট হারালে গ্রুপ পর্ব পেরোনো শঙ্কায় পড়তে পারে তাদের। এমন পরিস্থিতিতে আরেকটি জয় গ্রুপে বার্সার অবস্থান আরও সুদৃঢ় করবে। পাশাপাশি দলের মাঝে আত্মবিশ্বাসও ফিরে আসবে।

এই ম্যাচের আগে বার্সার মূল দুশ্চিন্তার বিষয় হতে পারে রক্ষণ দুর্বলতা। এমনিতেই রক্ষণ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল বার্সাকে। সেই বিপর্যয় আরও ত্বরান্বিত হয়েছে জেরার্দ পিকে চোটে পড়ায়। কিয়েভের বিপক্ষে পাওয়া যাবে না এই স্প্যানিশ তারকাকে। সব মিলিয়ে রক্ষণে দুর্বলতা নিয়েই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামবে বার্সা।

ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানইউর অবস্থা অবশ্য বার্সার চেয়ে কিছুটা ভালো। প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে জয় দিয়ে চাকরি বাঁচিয়েছেন কোচ ওলে গুনার সুলশার। দলের প্রাণভোমরা রোনালদো নিজেও দারুণ ছন্দে আছেন। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে প্রায় প্রতি ম্যাচেই নিজের নামের প্রতি সুবিচার করে চলেছেন রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন নজরুল: পুলিশ

৬ মাসের সংসার, ৭ দিনের চাকরি—মর্গে নিথর স্বামী-স্ত্রীর লাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত