Ajker Patrika

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

বাসাইল প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ০১
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

বাসাইলে বন্যার্তদের মধ্যে ত্রাণসহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়ায় এ সহায়তা দেওয়া হয়।

এতে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ১০০ পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।

ত্রাণ কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বাসাইল পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবদুর রহিম আহমেদ, আওয়ামী লীগ নেতা সোহানুর রহমান সোহেল ও রফিকুল ইসলাম সংগ্রাম।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম বলেন, ভৌগোলিকভাবে বাসাইল একটি বন্যাপ্রবণ এলাকা। এবারের বন্যায় উপজেলার বিভিন্ন স্থানে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে পানিবন্দী অসহায় কর্মহীন মানুষের জন্য ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুস্থ ও কর্মহীন মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যার্তদের সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। এ ছাড়া ৩৩৩ নম্বরে কল দিলেও তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত