শাহীন রহমান, পাবনা
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি চাম্বি খাল রাবার ড্যাম। এটি বিউটি অব চুনতি চাম্বি লেক নামে পরিচিত। এ রাবার ড্যাম ঘিরে একদিকে হচ্ছে কৃষি ও মৎস্যক্ষেত্রে উন্নয়ন, অন্যদিকে গড়ে উঠেছে সম্ভাবনাময় একটি পর্যটনকেন্দ্র।
জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে রাবার ড্যামটি উদ্বোধন করা হয়। এটি মূলত একটি সেচ প্রকল্প। রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রতিবছর চুনতির পানত্রিশা, ফারাঙ্গা ও নারিশ্চার প্রায় ৫০০ একর জমি চাষাবাদ হয়। আর লেকে (যা উজানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত) মাছ চাষ হয়। এ ছাড়া স্থলভাগের ১০ একর জায়গায় গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।
সূত্রমতে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এক হাজার বিদেশি পর্যটকসহ প্রায় ৪০ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে চুনতি চাম্বি খাল রাবার ড্যামে। দিন দিন দর্শনার্থী বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা যায়, রাবার ড্যামের বাঁধের ওপর নির্মাণ করা হয়েছে মনোরম সেতু। লেকে রয়েছে ইঞ্জিনচালিত স্পিড বোট, পায়ে চালিত বোট ও রাবার বোট। ড্রামবেলার মাধ্যমে লেকের মাঝখানে অবস্থিত মায়াদ্বীপে যাওয়া যায়।
লেকের চারপাশ সবুজে ঘেরা। এ ছাড়া রয়েছে আকর্ষণীয় ঝরনা, বিভিন্ন পশুপাখির ভাস্কর্য ও পিকনিক স্পট।
জানা যায়, আগে লেকে দর্শনার্থীরা টাকা ছাড়া ভ্রমণের সুযোগ পেতেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে টিকিট কেটে লেকে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়।
বিভিন্ন সময় চুনতি চাম্বি খাল রাবার ড্যামে আসা প্রফেসর ড. আবু উমর ফারুক আহমদ, ড. মহিউদ্দীন মাহীসহ দর্শনার্থীরা মন্তব্যের খাতায় লিখেছেন, গ্রামীণ জনপদে খাল, পাহাড় ও সমতলের সমন্বয়ে গড়ে ওঠা এটি সম্ভাবনাময় আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। চাম্বি লেকের সৌন্দর্যে তাঁরা মুগ্ধ।
চাম্বি খাল ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহাবুবর রহমান বলেন, গত ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টিকিট বাবদ আয় হয়েছে ৪ লাখ টাকা। এ সময় কর্মচারীদের বেতন বাবদ ৩ লাখ টাকা খরচ হয়েছে।
রাবার ড্যাম প্রকল্পের উদ্যোক্তা ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীনের প্রচেষ্টায় বাস্তবায়িত রাবার ড্যাম ঘিরে এলাকার কৃষি, মৎস্য ও কৃষকের উন্নয়ন ঘটছে। পাশাপাশি গড়ে উঠেছে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, রাবার ড্যামের মাধ্যমে কৃষকেরা বোরো চাষসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে লাভবান হচ্ছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু বলেন, দিন দিন চুনতি চাম্বি খাল রাবার ড্যাম পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সাংসদের সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন এটি আরও সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি চাম্বি খাল রাবার ড্যাম। এটি বিউটি অব চুনতি চাম্বি লেক নামে পরিচিত। এ রাবার ড্যাম ঘিরে একদিকে হচ্ছে কৃষি ও মৎস্যক্ষেত্রে উন্নয়ন, অন্যদিকে গড়ে উঠেছে সম্ভাবনাময় একটি পর্যটনকেন্দ্র।
জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে রাবার ড্যামটি উদ্বোধন করা হয়। এটি মূলত একটি সেচ প্রকল্প। রাবার ড্যামের জমানো পানি দিয়ে প্রতিবছর চুনতির পানত্রিশা, ফারাঙ্গা ও নারিশ্চার প্রায় ৫০০ একর জমি চাষাবাদ হয়। আর লেকে (যা উজানে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত) মাছ চাষ হয়। এ ছাড়া স্থলভাগের ১০ একর জায়গায় গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র।
সূত্রমতে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এক হাজার বিদেশি পর্যটকসহ প্রায় ৪০ হাজার দর্শনার্থীর আগমন ঘটেছে চুনতি চাম্বি খাল রাবার ড্যামে। দিন দিন দর্শনার্থী বেড়েই চলেছে।
সরেজমিনে দেখা যায়, রাবার ড্যামের বাঁধের ওপর নির্মাণ করা হয়েছে মনোরম সেতু। লেকে রয়েছে ইঞ্জিনচালিত স্পিড বোট, পায়ে চালিত বোট ও রাবার বোট। ড্রামবেলার মাধ্যমে লেকের মাঝখানে অবস্থিত মায়াদ্বীপে যাওয়া যায়।
লেকের চারপাশ সবুজে ঘেরা। এ ছাড়া রয়েছে আকর্ষণীয় ঝরনা, বিভিন্ন পশুপাখির ভাস্কর্য ও পিকনিক স্পট।
জানা যায়, আগে লেকে দর্শনার্থীরা টাকা ছাড়া ভ্রমণের সুযোগ পেতেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে টিকিট কেটে লেকে দর্শনার্থীদের প্রবেশ করতে হয়।
বিভিন্ন সময় চুনতি চাম্বি খাল রাবার ড্যামে আসা প্রফেসর ড. আবু উমর ফারুক আহমদ, ড. মহিউদ্দীন মাহীসহ দর্শনার্থীরা মন্তব্যের খাতায় লিখেছেন, গ্রামীণ জনপদে খাল, পাহাড় ও সমতলের সমন্বয়ে গড়ে ওঠা এটি সম্ভাবনাময় আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। চাম্বি লেকের সৌন্দর্যে তাঁরা মুগ্ধ।
চাম্বি খাল ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহাবুবর রহমান বলেন, গত ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত টিকিট বাবদ আয় হয়েছে ৪ লাখ টাকা। এ সময় কর্মচারীদের বেতন বাবদ ৩ লাখ টাকা খরচ হয়েছে।
রাবার ড্যাম প্রকল্পের উদ্যোক্তা ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীনের প্রচেষ্টায় বাস্তবায়িত রাবার ড্যাম ঘিরে এলাকার কৃষি, মৎস্য ও কৃষকের উন্নয়ন ঘটছে। পাশাপাশি গড়ে উঠেছে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, রাবার ড্যামের মাধ্যমে কৃষকেরা বোরো চাষসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে লাভবান হচ্ছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু বলেন, দিন দিন চুনতি চাম্বি খাল রাবার ড্যাম পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় সাংসদের সহযোগিতা নিয়ে উপজেলা প্রশাসন এটি আরও সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫