Ajker Patrika

‘চিকিৎসার নামে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে’

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৭
‘চিকিৎসার নামে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে’

‘সরকারি হাসপাতাল থেকে মাদকাসক্ত কর্মচারীদের অপসারণ ও যে সব কর্মচারীর নামে মামলা রয়েছে তাঁদের সাসপেন্ড করতে হবে। লাইসেন্সবিহীন এবং যে সব ক্লিনিকে মানসম্মত চিকিৎসার সরঞ্জাম ও জনবল নেই সেগুলো বন্ধ করতে হবে। এ ছাড়াও হাসপাতালে চিকিৎসার নামে আর্থিক লেনদেন বন্ধ করতে হবে।’

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম এ কথা বলেন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. ফরিদ হাসান অদুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসনাত আল মতিন প্রমুখ।

সভায় হাসপাতাল উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক সিভিল সার্জন ডা. এ এফ এম শফিউদ্দিন পাতার মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত