Ajker Patrika

আজ থেকে শুরু নতুন দুই ধারাবাহিক

বিনোদন ডেস্ক
আজ থেকে শুরু নতুন দুই ধারাবাহিক

গোলকধাঁধা
এনটিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গোলকধাঁধা’। মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, শামীম জামান, জয়রাজ, ম আ সালাম, ওয়ালিউল হক রুমি, রোবেনা রেজা জুঁই, নাহিয়ান, তারিক স্বপন, আমিন আজাদ, শেলী আহসান, অলংকার চৌধুরী, ফারজানা আহসান মিহি, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, মুসাফির সৈয়দ বাচ্চু, শাওন মজুমদার প্রমুখ। এই ধারাবাহিকের গল্পে দেখা যাবে, সমাজের চারপাশে এমন অনেক লোক আছে, যারা অবৈধ উপায়ে ধনী হওয়ার জন্য নানা রকম ফন্দি-ফিকির করে। তেমনই দুই তরুণ সুন্দর ও অন্তর। একদিন সুন্দর অন্তরকে দিয়ে তার প্রেমিকার গয়না চুরি করায়। সেগুলো বিক্রির জন্য তারা একটি জুয়েলারির দোকানে যায় এবং সুন্দরের প্রেমিকার বাবার কাছে ধরা পড়ে যায়।

কয়েক দিন পর তারা প্রচার করে, অন্তরের কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা নিয়ে তারা শহরে চলে যায়। শহরে এসে একটি এমএলএম কোম্পানির লোকজনের মামলার ভয় দেখিয়ে তারা অনেক অর্থ হাতিয়ে নিয়ে আবার গ্রামে ফিরে যায়। ধারাবাহিকটি এনটিভিতে প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।

‘কুইন প্যালেস’ নাটকের দৃশ্যকুইন প্যালেস
বাংলাভিশনে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কুইন প্যালেস’। ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। অভিনয় করেছেন মারজুক রাসেল, সাইদুর রহমান পাভেল, সিয়াম নাসির, ফারিয়া শাহরিন, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ, আব্দুল্লাহ রানা, সিয়াম মৃধা প্রমুখ। এ ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে একটি লেডিস হোস্টেলকে কেন্দ্র করে।

নাটকটি প্রচার হবে বাংলাভিশনে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে আইফোন ১৭ প্রো ম্যাক্স

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

জেনারেল ওসমানীকে কেন এবার স্বাধীনতা পদক দেওয়া হলো না, ব্যাখ্যা দিল সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত