Ajker Patrika

স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৩৬
Thumbnail image

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিধিনিষেধ শুরু হলেও সাতক্ষীরা তালায় স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, পরিবহনে চলাফেরা করছেন তাঁরা। সামাজিক দূরত্ব বজায় রাখার মতো অনেক স্বাস্থ্যবিধি মানারই কোনো বালাই নেই স্থানীয় জনসাধারণের মধ্যে।

গতকাল রোববার তালা বাজারে সরেজমিনে দেখা যায়, অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না। তাঁদের মুখে নেই মাস্ক, কারও কারও আবার মাস্ক থাকলেও সেগুলো রয়েছে থুতনির নিচে। পকেটে নিয়ে ঘুরছেন। অনেকের কাছে মাস্ক থাকলেও রেখেছেন হাতে। অর্থাৎ মুখে পড়ার কথা থাকলেও মাস্ক মুখে নেই। দুপুরে বাজারের মূল সড়কে দেখা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইকে যাত্রীতে ঠাসাঠাসি। সামনে চালকসহ বসা চারজন বসা। তবে কারও মুখেই মাস্ক নেই।

উপজেলার শাহাজাতপুর গ্রামের পল্লি চিকিৎসক মো. আকরাম হোসেন বলেন, প্রাথমিক চিকিৎসাসেবা নিতে যারা আসছে আমরা তাদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতন করছি। বিশেষ করে প্রশাসনের দুর্বল নির্দেশনার কারণেই অধিকাংশ মানুষই স্বাস্থ্যবিধি মানছেন না।

তিনি আরও বলেন, স্থানীয়রা রাত ৮টার পরেও বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করছেন। এ সময় স্থানীয় জনতাকে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার বিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে বলেও জানান তিনি।

জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, আমরা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাইকিং করছি। বাজারঘাট, মসজিদ, মন্দিরে সকলকে সচেতন করার চেষ্টা করছি।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব সরদার বলেন, সাধারণ মানুষ সরকারি বিধিনিষেধ না মানায় ওমিক্রনে আক্রান্ত হচ্ছে বেশি। নিজেদের সচেতনতা ছাড়া এ ভাইরাস থেকে বাঁচা কঠিন হয়ে পড়বে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, সকলের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা লক্ষ করা গেছে। বাজার-ঘাটে মানুষ সামাজিক দূরত্ব মানছে না। আমরা উপজেলা প্রশাসন থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাইকিং করে জনসচেতনতা বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

এই কর্মকর্তা আরও বলেন, ইতিমধ্যে মাস্ক ছাড়া উপজেলার কোনো দপ্তরে সেবা না দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষের কেউ বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করলে আমরা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত