Ajker Patrika

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২: ২৬
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ

‘সাম্প্রদায়িক হামলা রুখে দাও বাংলা’ স্লোগানে ভাঙ্গায় সম্প্রীতি সমাবেশ, মানববন্ধন ও শোভাযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার ভাঙ্গা উপজেলা পরিষদের সামনের সড়কে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি শোভাযাত্রা উপজেলা শহর প্রদক্ষিণ করে। ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশে সব ধর্মের লোক শান্তিতে বসবাস করবে। শান্তি বিনষ্টকারীদের রুখে দিতে হবে। এ সময় তাঁরা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানান। বক্তারা বলেন, প্রকৃত মুসলিম কারও ক্ষতি করতে পারে না। এবারের হামলায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর শাস্তি দিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর কেউ সাহস পাবে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাঙ্গার সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক ও সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এ্যাপোলো নওরোজ এবং সহকারী অধ্যাপক এসএম সরোয়ার হোসেন, সদস্যসচিব সুভাষ মন্ডল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন সরকার মঙ্গল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ভাঙ্গা সহকারী জজ আদালতের আইনজীবী ইকরাম আলী শিকদার, ভাঙ্গা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি জগদীশ চন্দ্র মালো, ভাঙ্গা মহিলা কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুর রহমান প্রমুখ।

এদিকে ফরিদপুরে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা সাড়ে ১০টার দিকে প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দেওয়া, মওদুদিবাদ, ওহাবিবাদ ও ধর্মের নামে রাজনীতি বন্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের জোর দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন আগড়তলা মামলা অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ বাবুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত