Ajker Patrika

কাদামাখা রাস্তায় দুর্ভোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৬: ১৭
কাদামাখা রাস্তায় দুর্ভোগ

মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের একটি রাস্তা বেহাল। কর্দমাক্ত রাস্তার কারণে বছরের পর বছর ভোগান্তিতে থাকেন এলাকাবাসী। গ্রামীণ এই রাস্তায় বর্ষা মৌসুমে হাঁটু সমান কাদা পানি থাকে। এ কারণে স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় দশ হাজার মানুষের দুর্ভোগ। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের জন্য অনেকবার ধরনা দিয়েও কোনো সমাধান মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর।

সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়হারজী বাজারের জামে মসজিদের পাশ দিয়ে ধলাই হাওলাদার বাড়ির সামনে দিয়ে চিরুখালী বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তাটি বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ওই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াতে দুর্ভোগে পড়েন। শিশু শিক্ষার্থী ও জরুরি রোগীদের পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে প্রসূতি রোগীদের হাসপাতালে নেওয়ার সময় সীমাহীন দুর্ভোগ দেখা দেয়। কাদাময় রাস্তার কারণে এলাকার কৃষি পণ্য বাজারজাত করতে কৃষকদের কষ্টের সীমা থাকে না।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মিম আক্তার বলে, ‘রাস্তায় কাদা থাকায় স্কুলে যেতে খুব কষ্ট হয়। তাই স্কুলে যেতে মন চায় না।’

অনার্স তৃতীয় বর্ষের ছাত্র রেদওয়ান রাকিব বলেন, ‘বৃষ্টির সময় প্রতিদিনই জামাকাপড় কাদা পানিতে নষ্ট হয়। কলেজে যেতে হলে সঙ্গে আলাদা পোশাক রাখতে হয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটির জন্য দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছেন এলাকার মানুষ। বর্ষার দিনে ছেলে-মেয়েদের নৌকা করে স্কুলে পৌঁছে দিতে হয়। বর্ষা মৌসুম এলেই এই রাস্তায় রিকশা ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। ফলে মানুষের ভোগান্তির শেষ থাকে না।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান বলেন, ‘বেহাল রাস্তাটির কথা স্থানীয় সংসদ সদস্যর কাছে অনেকবার বলা হয়েছে। উপজেলা প্রকৌশলী একাধিকবার মাপযোগ করেছেন। হবে হবে বলেও রাস্তাটি পাকা হচ্ছে না।’

দাউদখালী ইউপি চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, ‘রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে বরাদ্দ পাওয়ার চেষ্টা চলছে।’

স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া সারা দেশের ন্যায় মঠবাড়িয়াতে অনেক উন্নয়ন হয়েছে। বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ চলমান রয়েছে। আশা করি, এই রাস্তার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত