Ajker Patrika

পাইকগাছায় কমিটির ৯ সদস্যের পদত্যাগ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪১
পাইকগাছায় কমিটির  ৯ সদস্যের পদত্যাগ

পাইকগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা আহ্বায়ক কমিটির অনেকের বিরুদ্ধে আ.লীগ নেতাদের সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে। এ কারণে এ কমিটি থেকে গতকাল শনিবারবা ৯ জন সদস্য পদত্যাগ করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে খুলনা জেলা কমিটির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত সরোজিৎ ঘোষকে আহ্বায়ক ও সাদ্দাম হোসেনকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাদক পরিবারের সদস্য ও আ.লীগ নেতার সঙ্গে আঁতাত করা ব্যক্তি থাকায় অনেকে ক্ষুব্ধ। এ কমিটি থেকে পদত্যাগ করা ব্যক্তিরা হলেন, যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান, হাবিবুর রহমান, মো. ওবাইদুল্লাহ, ইমরান হোসেন, আলমুন হুসাইন লিপু, সোহানুর রহমান, শাহনেওয়াজ, সদস্য আছাবুর রহমান ও আব্দুল মতিন।

এ সময় তারা বলেন, জেলা সভাপতি আবদুল মান্না, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের স্বাক্ষর করা কমিটিতে মাদক পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতার সঙ্গে আঁতাতসহ নানাবিধ কর্মকাণ্ডে জড়িত থাকায় আমরা স্বেচ্ছায় পদত্যাগ করেছি। সঙ্গে সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কেন্দ্র ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই কমিটি বাতিল করে পরিচ্ছন্ন কমিটি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত