হোমনা প্রতিনিধি
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল তখনো হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিলেন। ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস ঠেকাতে লড়াই অব্যাহত রেখেছিল পাকিস্তানি বাহিনী। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ফোর বেঙ্গল রেজিমেন্টের নায়েক ও হোমনা থানার অপারেশন কমান্ডার মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হোমনা, দাউদকান্দি, মুরাদনগর বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের বীর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ঘাগুটিয়া ক্যাম্প আক্রমণ করেন। ২২ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং পরদিন ২৩ ডিসেম্বর শুক্রবার হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ যুদ্ধে দুই শতাধিক পাকিস্তানি সেনা নিহত ও একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিনও হোমনা উপজেলার পরাধীনতার শিকল ভাঙতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পুরো উপজেলা হানাদারমুক্ত হলেও নতুন করে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বড় মসজিদকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে। এরপর এই স্থানে যুদ্ধ চলে সপ্তাহব্যাপী।
সেই থেকে হোমনার সর্বশেষ যুদ্ধের স্থানটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর হোমনায় ঘাগুটিয়ামুক্ত দিবস পালন করছেন।
আজকের কর্মসূচি:
হোমনার সর্বশেষ যুদ্ধ জয়ের ঘটনা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রা শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ঘাদানি কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর জাতি যখন বিজয়ের আনন্দে উদ্বেল তখনো হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামের মানুষ মুক্তির প্রহর গুনছিলেন। ঘাগুটিয়া গ্রামের বড় মসজিদকে কেন্দ্র করে ক্যাম্প স্থাপন করে বীর মুক্তিযোদ্ধাদের বিজয় উল্লাস ঠেকাতে লড়াই অব্যাহত রেখেছিল পাকিস্তানি বাহিনী। সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে ২৩ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।
ফোর বেঙ্গল রেজিমেন্টের নায়েক ও হোমনা থানার অপারেশন কমান্ডার মো. ইব্রাহীম খলিলের নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর হোমনা, দাউদকান্দি, মুরাদনগর বাঞ্ছারামপুর ও আড়াইহাজারের বীর মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ঘাগুটিয়া ক্যাম্প আক্রমণ করেন। ২২ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী মাইকে আত্মসমর্পণের ঘোষণা দেয় এবং পরদিন ২৩ ডিসেম্বর শুক্রবার হোমনা থানায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তাঁরা। এ যুদ্ধে দুই শতাধিক পাকিস্তানি সেনা নিহত ও একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ১৭ জন বীর মুক্তিযোদ্ধা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশাররফ হোসেন জানান, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেদিনও হোমনা উপজেলার পরাধীনতার শিকল ভাঙতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে পুরো উপজেলা হানাদারমুক্ত হলেও নতুন করে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া বড় মসজিদকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী ঘাঁটি গাড়ে। এরপর এই স্থানে যুদ্ধ চলে সপ্তাহব্যাপী।
সেই থেকে হোমনার সর্বশেষ যুদ্ধের স্থানটি স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলার বীর মুক্তিযোদ্ধারা প্রতিবছর হোমনায় ঘাগুটিয়ামুক্ত দিবস পালন করছেন।
আজকের কর্মসূচি:
হোমনার সর্বশেষ যুদ্ধ জয়ের ঘটনা স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুলালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স থেকে বীর মুক্তিযোদ্ধারা বিজয় শোভাযাত্রা বের করবেন। শোভাযাত্রা শেষে ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মুহসিন সরকার, নারী ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, পৌর মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ঘাদানি কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান। উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের এসব কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪