Ajker Patrika

জামিনে থাকা আসামিকে বাদীপক্ষের মারধর

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ৫৮
জামিনে থাকা আসামিকে বাদীপক্ষের মারধর

ঢাকার ধামরাইয়ে সুজন হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে থাকা আসামি মো. আসলামকে (৩৭) মারধরের অভিযোগ উঠেছে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। গতকাল বুধবার সকালে উপজেলার জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আসলাম উপজেলার কুল্লা ইউনিয়নের বিশু মিয়ার ছেলে। তিনি গত রোববার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। নিহত সুজন কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ডু এলাকার সোনা মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে আসলাম উপজেলার কালামপুর বাজার থেকে টিনসহ বিভিন্ন জিনিসপত্র কেনেন। ফিরে আসার আসার সময় জয়পুরা এলাকায় পৌঁছালে শুভযাত্রা পরিবহনের বাস থেকে তাঁকে টেনেহিঁচড়ে নামিয়ে হাত বেঁধে মারধর করেন বাদীপক্ষের লোকজন।

পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ আসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আসামির জামিনের বিষয়টি নিশ্চিত হয়ে তাঁকে তার স্ত্রীর জিম্মায় দিয়ে দেওয়া হয়।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) নির্মল চন্দ্র দাস বলেন, হত্যা মামলার আসামি আসলাম হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়েছেন। এই সময়ের মধ্যে তাঁকে কিছু বলা যাবে না। বাদীপক্ষের তোপের মুখ থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছিল। আসামি আসলাম জামিনে থাকায় তাঁকে তাঁর স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর হত্যার শিকার হন সুজন। এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের বাবা সোনা মিয়া। এতে উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুন্ডু এলাকার দুলালুর রহমানের স্ত্রী সামিয়া বেগমকে ১ নম্বর ও আসলামকে ২ নম্বর আসামি করা হয়। তাঁদের সঙ্গে সুজনের পূর্বশত্রুতা ছিল।

এ মামলায় দুই আসামিকেই গ্রেপ্তার করা হয়। গত রোববার মামলাটিতে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত