Ajker Patrika

হাতের লেখার অমিলে ধরা খেলেন স্বপন

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৪: ০৩
Thumbnail image

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগের স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। হাতের লেখা মিল না পাওয়ায় তিনি আটক হন।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বপনকে আটক করে সদর থানা-পুলিশে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা।

স্বপন জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও এলাকার কমলা কান্ত সেনের ছেলে।

পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড সূত্র জানায়, গতকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সময় নিয়োগ পরীক্ষার্থী স্বপনকে মৌখিক পরীক্ষার সময় বাংলায় লিখতে বলে নিয়োগ বোর্ড। এ সময় স্বপনের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার হাতের লেখার অমিল পাওয়া গেলে নিয়োগ বোর্ডের লোকজনের সন্দেহ হয় এবং তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অন্যের মাধ্যমে দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘মৌখিক পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীকে বাংলায় লিখতে বললে তাঁর লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে অমিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অন্যের মাধ্যমে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।’

সদর থানার পরিদর্শক ভবেশ চন্দ্র পাল বলেন, ‘নিয়োগ বোর্ড লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ওই পরীক্ষার্থীকে আমাদের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত