Ajker Patrika

হাতের লেখার অমিলে ধরা খেলেন স্বপন

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৪: ০৩
হাতের লেখার অমিলে ধরা খেলেন স্বপন

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগের স্বপন সেন (২৯) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। হাতের লেখা মিল না পাওয়ায় তিনি আটক হন।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্বপনকে আটক করে সদর থানা-পুলিশে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা।

স্বপন জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঙলগাঁও এলাকার কমলা কান্ত সেনের ছেলে।

পুলিশ ও জেলা প্রাথমিক শিক্ষক নিয়োগ বোর্ড সূত্র জানায়, গতকাল সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এ সময় নিয়োগ পরীক্ষার্থী স্বপনকে মৌখিক পরীক্ষার সময় বাংলায় লিখতে বলে নিয়োগ বোর্ড। এ সময় স্বপনের হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার হাতের লেখার অমিল পাওয়া গেলে নিয়োগ বোর্ডের লোকজনের সন্দেহ হয় এবং তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন নিয়োগের জন্য লিখিত পরীক্ষা অন্যের মাধ্যমে দিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘মৌখিক পরীক্ষা চলাকালে ওই পরীক্ষার্থীকে বাংলায় লিখতে বললে তাঁর লিখিত পরীক্ষার খাতায় লেখার সঙ্গে অমিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অন্যের মাধ্যমে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।’

সদর থানার পরিদর্শক ভবেশ চন্দ্র পাল বলেন, ‘নিয়োগ বোর্ড লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ওই পরীক্ষার্থীকে আমাদের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত