Ajker Patrika

হামলার শিকার উপজেলা চেয়ারম্যান, গাড়ি ভাঙচুর

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২২, ১৫: ২৬
হামলার শিকার উপজেলা চেয়ারম্যান, গাড়ি ভাঙচুর

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলা পরিষদের গেটে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়।

এম মতিউর রহমান জানান, রাত ৮টার দিকে তিনি গাড়িতে করে উপজেলা পরিষদ থেকে বের হচ্ছিলেন। এ সময় স্থানীয় সজীবসহ অপরিচিত কয়েকজন তাঁর গাড়ির গতিরোধ করতে হাত তোলেন। তিনি গাড়ি থামালে হঠাৎ সজীব গাড়ির গ্লাসের ফাঁকা থেকে তাঁকে ঘুষি মারতে শুরু করেন। এরপর হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলেন।

এম মতিউর রহমান বলেন, হামলাকারী সজীবের সঙ্গে তাঁর রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানান মতিউর রহমান।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস বলেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মতিউর রহমানকে হত্যার উদ্দেশ্যে তাঁর ওপর হামলা করা হয়েছে। তাঁর ব্যবহৃত সরকারি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন্নেসা খানম বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ ধরনের হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা নিন্দনীয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল কবির বলেন, ‘হামলার ঘটনা শুনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারা জড়িত এবং কারণ কী তা জানার চেষ্টা করছি। তবে হামলার ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত