Ajker Patrika

বারহাট্টায় ভাইয়ের হাতে ভাই খুন

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ১৩
বারহাট্টায় ভাইয়ের হাতে ভাই খুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সৎ ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গত শুক্রবার বেলা দেড়টার দিকে উপজেলার বারহাট্টা সদর ইউনিয়নের গোড়াউন্দ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পলাশ মিয়া (৩০)। তাঁর সৎ বড় ভাইয়ের নাম আলামিন মিয়া (৪০)।

প্রত্যক্ষদর্শী নিহত পলাশ মিয়ার ছোট ভাই পিতাস বলেন, তাঁরা তাঁদের সৎ ভাই আলামিনের সঙ্গে জমিতে পানি দেওয়ার বিষয় নিয়ে বাড়ির উঠানে আলোচনা করছিলেন। তখন আলোচনার একপর্যায়ে আলামিন উত্তেজিত হয়ে আমার ভাই পলাশকে বাঁশ দিয়ে মারাত্মক আঘাত করে। তখন আমরা তাকে গুরুতর আহত অবস্থায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তখন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তাররা ঢাকা নিয়ে যাওয়ার জন্য বলে। ঢাকা নেওয়ার পর গত শুক্রবার রাত সাড়ে এগারটার সময় তার মৃত্যু হয়। আমি আমার ভাইয়ের হত্যাকারীর ফাঁসি চাই।

প্রত্যক্ষদর্শী কয়েক জন জানান, ঘটনার সময় তারা সবাই উপস্থিত ছিলেন। তখন অভিযুক্ত আলামিন মিয়া সামান্য জমিতে পানি দেওয়ার বিষয়ে তার সৎ ভাইদের সঙ্গে কথা-কাটাকাটি করছিলেন। একপর্যায়ে উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে পলাশ মিয়ার মাথায় আঘাত করে। তখন পলাশ মিয়া ঘটনাস্থলেই মাটিতে পরে যায়। পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয় শোনার পর পুলিশ পাঠানো হয়েছে। এই খুনের ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত