Ajker Patrika

ফটোকপির দোকানে জাল সিল-স্বাক্ষর, সিলগালা

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ১০
ফটোকপির দোকানে জাল সিল-স্বাক্ষর, সিলগালা

পীরগঞ্জে জমি সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জাম সরবরাহ করার অপরাধে একটি দোকানে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানিক চন্দ্রের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের একটি চক্র জমির ভুয়া কাগজপত্র তৈরি করে আসছে। বছরের পর বছর ধরে চক্রটি জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট, জেলা ও পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার স্বাক্ষর, সিল জাল করে জমির পরচা, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, খাজনার রসিদ, খারিজের কাগজ তৈরি করছে। ভুক্তভোগীরা অনেক দিন ধরে এ ধরনের অভিযোগ করছেন। ভুয়া কাগজপত্র দিয়ে অসাধু কর্মচারী ও দলিল লেখকেরা জমির দলিল সম্পাদনও করছেন।

এরই সূত্র ধরে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানিক চন্দ্রের ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। এ সময় হাতেনাতে ভুয়া কাগজপত্র, সিল আটক করা হয়। অভিযানের খবর পেয়ে মালিক দোকান ছেড়ে পালিয়ে যান। তাঁকে না পেয়ে সিল ও কাগজপত্রগুলো জব্দ করে দোকানটি সিলগালা করা হয়।

খায়রুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়েছি। দোকানদার পলাতক থাকায় দোকানটি সিলগালা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত