Ajker Patrika

জলবায়ু পদযাত্রা ও সমাবেশ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ১৪
জলবায়ু পদযাত্রা ও সমাবেশ

বিশ্ব জলবায়ু সম্মেলনে নেতাদের কাছে বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড় থেকে জলবায়ু পদযাত্রা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিক্ষাবিদ ও নাগরিক ব্যক্তিত্ব আবদুল হামিদ, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিম, বিশিষ্ট সাংবাদিক ও নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাসদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, ভূমিহীন নেতা ও জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলী নুর খান বাবুল, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ক্রিস্টেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, উন্নয়নকর্মী ফারুক রহমান, ক্লাইমেট অ্যাকটিভিস্ট এস এম শাহিন বিল্লাহ, ব্যবসায়ী মিজানুর রহমান, সাংস্কৃতিককর্মী একোব্বার হোসেন, শিক্ষার্থী শিখা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয় করেন মানবাধিকারকর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

স্বদেশ, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ র্কমজোট ও ক্লিন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, গত ৩১ অক্টোবর শুরু হয়ে আগামী ১২ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের রাজধানী গ্লাস গোতে জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণসহ চারটি মূল দাবি তুলে ধরেছেন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবী জুড়ে দুর্যোগের সংখ্যা ও ভয়াবহতা বেড়ে যাচ্ছে। দুর্যোগে আক্রান্ত শীর্ষ ৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে দেশের উপকূলীয় ও উত্তরাঞ্চলে লবণাক্ততা, খরা, বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত, নদী ভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে জীবিকা হারিয়ে প্রতিবছর পাঁচ লাখের বেশি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে।

প্রতিবাদ সমাবেশ শেষে জলবায়ু ন্যায্যতার দাবি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...