Ajker Patrika

দপ্তরির বিরুদ্ধে ২ ছাত্রকে মারধরের অভিযোগ

মুক্তাগাছা প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৩
দপ্তরির বিরুদ্ধে  ২ ছাত্রকে মারধরের অভিযোগ

মুক্তাগাছায় তুচ্ছ ঘটনায় দুই ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঈশ্বরগ্রাম এলাকায়। মোবাইলে ছবি তোলাকে কেন্দ্র করে লোহার রড দিয়ে তাদের নায়েব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি রুহুল আমীন পিটিয়ে আহত করেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত রানা আহম্মেদের মা শুক্কুরি বেগম মুক্তাগাছা থানায় অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রানা আহাম্মেদ। বিজয় দিবসের দিন মোবাইলে ছবি তোলে স্থানীয় সুরুজ আলীর ছেলে রানা আহম্মেদ (১২) ও আলম হোসেনের ছেলে রিফাত (১৪)। এ নিয়ে দ্বন্দ্বে গত বুধবার তাদের পিটিয়ে আহত করেন রহুল আমীন।

রুহুলের সঙ্গে ছিলেন আমিরুল মন্ডল ও নূরনবী। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তবে রুহুল আমীন মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, রিফাত ও রানার সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হচ্ছিল, পরে হাতাহাতি শুরু করে। আমি তাঁদের চড়-থাপ্পর দিয়ে ঝগড়া মেটানোর চেষ্টা করি।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, পৌর এলাকার ঈশ্বরগ্রাম থেকে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত