Ajker Patrika

বিতর্ককে সঙ্গী করেই শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০: ১৯
বিতর্ককে সঙ্গী করেই শুরু ঢাকা প্রিমিয়ার লিগ

ট্রফির সামনে ১১ ক্রিকেটারের ফটোসেশন। ছবিটা না দেখলে বিভ্রান্ত হতে পারেন অনেকেই। আসলে তাঁরা নির্দিষ্ট কোনো দলের খেলোয়াড় নন; পরস্পরের প্রতিপক্ষ। গতকাল অধিনায়কদের এই আনুষ্ঠানিকতায় ছিলেন না প্রাইম দোলেশ্বরের প্রতিনিধি। অধিনায়কের উপস্থিতি তো দূরের কথা, আজ থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দলই করেনি তারা। টুর্নামেন্টের কদিন আগে সরে দাঁড়ায় দোলেশ্বর।

ডিপিএলের অন্যতম সফল দল দোলেশ্বর আচমকা সরে দাঁড়ানোয় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন তো গতকাল বলেই দিয়েছেন, বিব্রত তাঁরা। দোলেশ্বরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। নিজাম উদ্দিন বলেছেন, ‘আমাদের কাছে আর কোনো সুযোগ ছিল না। আইনি ব্যবস্থা নেওয়াসহ আমাদের টেকনিক্যাল বিষয়গুলো চলছে। শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। এটা আমাদের জন্য বিব্রতকর।’

অভিযোগ আছে দলের কোচ ও খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া রেখেছে দোলেশ্বর। ৫০ ওভারের ক্রিকেটে দেশের প্রধান ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট থেকে তারা সরে যাওয়ায় এবার অবনমন হবে এক দলের। তবে ভবিষ্যতে যাতে এ ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে না হয় সেই শিক্ষাটা পেল বিসিবি। ভবিষ্যতে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মনোযোগ তাদের।

ট্রফি উন্মোচনের আগে গতকাল টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাহী। সংবাদ সম্মেলনের বড় একটা অংশজুড়েই আলোচনায় থাকল সেই দোলেশ্বরই। তবে এবারের টুর্নামেন্ট কিছুটা হলেও আকর্ষণ বাড়াতে পারে বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি। প্রতি দলে আবারও একজন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ দিচ্ছে বিসিবি।

টুর্নামেন্টের অষ্টম আসরের শিরোপা ধরে রাখতে লড়বে তিনবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। এবার শক্তিশালী ও তারকাসমৃদ্ধ দল গড়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধনী দিনে নবাগত রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে মোকাবিলা করবে আবাহনী। সাভারের বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ আরেক নতুন দল সিটি ক্লাব। পাশের মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স লড়বে লিজেন্ডস অব রূপগঞ্জের।

ট্রফি উন্মোচনপর্ব শেষে শিরোপাপ্রত্যাশী দলের অধিনায়কেরা শোনালেন আশার কথা। তাঁদের প্রায় সবার কথার সুর এবং লক্ষ্যটা প্রায় একই—‘আবাহনী ঠেকাও’। দলটির অধিনায়ক মোসাদ্দেক অবশ্য শ্রেষ্ঠত্ব অটুট রাখাতে আত্মবিশ্বাসী। গতকাল তিনি বলেছেন, ‘শেষ তিন বছর যখন আমরা চ্যাম্পিয়ন, তাই এবারও সেভাবেই ভাবছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যাব। আমাদের প্রস্তুতি ও আলোচনা হয়েছে দলের মধ্যে, আমরা ইতিবাচক আছি। তো এখন পর্যন্ত সেভাবেই এগোচ্ছি। আমাদের প্রথম ম্যাচ রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হবে; ভালো একটা ম্যাচ হবে। ওরা কঠিন প্রতিপক্ষ। আমরা এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত