Ajker Patrika

সরিষার বাম্পার ফলনে খুশি আগৈলঝাড়ার কৃষকেরা

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১০
Thumbnail image

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে বিনা-৪, বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-১৮ জাতের সরিষা আবাদ হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ২৫০ জন চাষিকে সরিষার বীজসহ ইউরিয়া, টিএসপি ও পটাশ সার দেওয়া হয়েছে।

রাজিহার ইউনিয়নের বড়বাশাইল গ্রামের কৃষক সঞ্জয় পান্ডে বলেন, ‘অল্প সময়ে কম খরচে অন্য ফসলের তুলনায় সরিষা চাষে বেশি মুনাফা থাকায় জমিতে সরিষার আবাদ করেছি।’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু জানান, সরিষার রোগ বালাই দমনে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছরে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, ‘এবার উপজেলায় ৬০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত