বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের খাককান্দা বাজার, আশ্রবাদ মাঠামারা বাজার ও শেখ হাসিনা ওয়াই সেতু এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় আবদুল মতিনকে রাজাকারের ছেলে হিসেবে উল্লেখ করাসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করেন নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউপির মধ্যে ১১টিতে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন হবে। গত মঙ্গলবার এসব ইউপিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ছলিমাবাদ ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিনের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার প্রতিবাদে গত বুধবার বিকেলে খাককান্দি বাজারে বিক্ষোভ করেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তাঁরা মতিনের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে জানান। একই দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তাঁরা।
এ সময় বক্তারা দাবি করেন আবদুল মতিনের বাবা সমন্দর মিয়া রাজাকার ছিলেন। অথচ তাঁকেই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিগত সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় টাকা ছাড়া কোনো কাজই করেননি বলেও অভিযোগ করেন তাঁরা।
দলটির মনোনয়নপ্রত্যাশী জালাল মিয়া অভিযোগ করেন, ‘ছলিমাবাদে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই কাউন্সিলে আমি ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছি। আবদুল মতিন দ্বিতীয় হয়েছেন। তা-ও তিনি মনোনয়ন পেলেন। মতিনের বাবা একজন যুদ্ধাপরাধী ও রাজাকার ছিলেন। তাই এলাকাবাসী তাঁর মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।’
ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল মতিন এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁর অভিযোগ, ‘আমার মৃত বাবার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আমার বাবা যদি রাজাকারই হয়ে থাকে তাহলে গোয়েন্দা প্রতিবেদন দেননি কেন? আর গত ইউপি নির্বাচনেই আমাকে কেন নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।’ টাকা ছাড়া কাজ না করার প্রসঙ্গে মতিন বলেন, ‘মানুষ যা ইচ্ছা তা বলতে পারেন। তাঁদের মুখ তো আর আটকাতে পারব না।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল মতিনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের খাককান্দা বাজার, আশ্রবাদ মাঠামারা বাজার ও শেখ হাসিনা ওয়াই সেতু এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এ সময় আবদুল মতিনকে রাজাকারের ছেলে হিসেবে উল্লেখ করাসহ তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ করেন নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউপির মধ্যে ১১টিতে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন হবে। গত মঙ্গলবার এসব ইউপিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ছলিমাবাদ ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিনের নাম ঘোষণা করা হয়। এ ঘোষণার প্রতিবাদে গত বুধবার বিকেলে খাককান্দি বাজারে বিক্ষোভ করেন দলটির একাংশের নেতা-কর্মীরা। তাঁরা মতিনের মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে জানান। একই দাবিতে গতকাল শুক্রবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তাঁরা।
এ সময় বক্তারা দাবি করেন আবদুল মতিনের বাবা সমন্দর মিয়া রাজাকার ছিলেন। অথচ তাঁকেই আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিগত সময়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় টাকা ছাড়া কোনো কাজই করেননি বলেও অভিযোগ করেন তাঁরা।
দলটির মনোনয়নপ্রত্যাশী জালাল মিয়া অভিযোগ করেন, ‘ছলিমাবাদে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই কাউন্সিলে আমি ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছি। আবদুল মতিন দ্বিতীয় হয়েছেন। তা-ও তিনি মনোনয়ন পেলেন। মতিনের বাবা একজন যুদ্ধাপরাধী ও রাজাকার ছিলেন। তাই এলাকাবাসী তাঁর মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।’
ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল মতিন এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁর অভিযোগ, ‘আমার মৃত বাবার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। আমার বাবা যদি রাজাকারই হয়ে থাকে তাহলে গোয়েন্দা প্রতিবেদন দেননি কেন? আর গত ইউপি নির্বাচনেই আমাকে কেন নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।’ টাকা ছাড়া কাজ না করার প্রসঙ্গে মতিন বলেন, ‘মানুষ যা ইচ্ছা তা বলতে পারেন। তাঁদের মুখ তো আর আটকাতে পারব না।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫