Ajker Patrika

ফুলতলায় ৫০০ চাষি পেলেন বীজ-সার

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ১৫
ফুলতলায় ৫০০ চাষি পেলেন বীজ-সার

ফুলতলায় ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ চাষির মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান, সরিষা, গম, ভুট্টা ও সূর্যমুখী ফসলের উৎপাদন বাড়াতে এগুলো বিতরণ করা হয়। গত সোমবার দুপুরে ফুলতলা উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকেরা এ প্রণোদনা পেলেন।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খামার বাড়ি খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন। কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুস সাকিব শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, কৃষি-সম্প্রসারণ কর্মকর্তা তাসমিনা হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, চলতি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০০ বোরো চাষিকে বেছে নেওয়া হয়। তাদের প্রত্যেকের জন্য ৫ কেজি ধান বীজ এবং ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ২০ জন গম চাষি প্রত্যেকের জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। ৪৫০ জন ভুট্টা চাষি প্রত্যেককে ২ কেজি করে ভুট্টা বীজ এবং ২০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

১৫ জন পেঁয়াজ চাষির প্রত্যেককে ১ কেজি করে পেঁয়াজ বীজ এবং ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত