Ajker Patrika

সুদখোরের বিচার চেয়ে ভুক্তভোগীদের বিক্ষোভ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১৩: ৩১
সুদখোরের বিচার চেয়ে ভুক্তভোগীদের বিক্ষোভ

কুষ্টিয়ার কুমারখালীতে সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে আসাদুজ্জামান নয়ন নামের এক ব্যক্তির বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার সকালে কুমারখালী বাসস্ট্যান্ডসংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারী। মিছিলটি বাসস্ট্যান্ড গোলচত্বর হয়ে উপজেলা রোড ও উপজেলা চত্বর হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ভুক্তভোগী শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘চিহ্নিত সুদি কারবারি আসাদুজ্জামান নয়নের চড়া সুদের খপ্পরে পরে সর্বস্বান্ত ব্যবসায়ী ও বিভিন্ন মানুষ। তাঁর হামলা ও মামলার ভয়ে পরিবার-পরিজন ও ব্যবসা ছেড়ে পথেঘাটে জীবনযাপন করছেন তাঁরা। তাঁর খপ্পর থেকে বাঁচতে এবং তাঁর বিচারের দাবিতে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা।’

এ বিষয়ে ভুক্তভোগী শামীম রেজা বলেন, ‘নয়নের নিকট থেকে দুই শতাংশ সুদে ধাপে ধাপে প্রায় ১৪ লাখ টাকা গ্রহণ করি। বিপরীতে পর্যায়ক্রমে প্রায় ৩৮ লাখ টাকা সুদসহ পরিশোধ করি। কিন্তু নয়ন ৩০ রাখ টাকা দাবি করেন। পরে তাঁর চাহিদা অনুযায়ী টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেন।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুজ্জামান নয়নের মোবাইল ফোনে বারবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেনি। তবে তাঁর বাবা মাহমুদুর রহমান মানু বলেন, ‘অভিযোগকারীদের সঙ্গে ছেলের ব্যবসা ছিল। কিন্তু কী ব্যবসা তা জানি না। কিন্তু এ নিয়ে কোর্টে মামলা চলছে। মামলার ভয়ে তাঁরা মিথ্যে অভিযোগ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত