আরিফুল হক তারেক, মুলাদী
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর সেতু নির্মাণের দুই বছরেও হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ উপজেলার সাধারণ মানুষ। আগে চলাচলের জন্য নদীতে নৌকা ছিল। সেতু হওয়ার পরে নৌকায় পারাপার বন্ধ হয়ে যায়। সংযোগ সড়ক না হওয়ায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হচ্ছে নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের।
জানা গেছে, উপজেলার পার্শ্ববর্তী কালকিনি হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ দ্রুত ও উন্নত করতে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়। নাজিরপুর ইউনিয়নের রামারপোল এলাকায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ করা শেষ হয় ২০১৯ সালে।
সংযোগ সড়ক না হওয়ায় দুই বছরেও উদ্বোধন করা হয়নি সেতুটি। তবে উদ্বোধন না হলেও জন সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেই সঙ্গে নদীতে চলাচলের নৌকা বন্ধ হয়ে যায়।
নাজিরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সেতুর হওয়ার পরে সংযোগ সড়কের জন্য টাকা বরাদ্দ হয়েছিল শুনেছিলাম। সড়কে বালু দিয়ে ভরাট করা হয়েছিল। বর্ষায় বালু নেমে গেছে। এর পর আর কোনো কাজ হয়নি। অসুস্থ ও বৃদ্ধদের পার হতে হলে অনেক কষ্ট হয়।
নাজিরপুরের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন। মানুষের আশা ছিল সেতু হলে নৌকা পারাপারের দুর্ভোগ কমবে। কিন্তু সেতু হওয়ার পরে নৌকা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে গেছে। কোনো কোনো জায়গায় মাটি না থাকায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, নতুন ভাবে প্রায় ৭ কোটি টাকার দরপত্র দেওয়া হবে সংযোগ সড়কের। আশা করা যায় আগামী অর্থ বছরের আগেই এই সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সংযোগ সড়কের নকশায় কিছুটা ত্রুটি ছিল। ওই অবস্থায় সংযোগ সড়কটি করা হলে বিলীন হয়ে যেত। এখন নতুন করে নকশা পরিবর্তন করে সড়ক করা হবে।
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীর সেতু নির্মাণের দুই বছরেও হয়নি সংযোগ সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ উপজেলার সাধারণ মানুষ। আগে চলাচলের জন্য নদীতে নৌকা ছিল। সেতু হওয়ার পরে নৌকায় পারাপার বন্ধ হয়ে যায়। সংযোগ সড়ক না হওয়ায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হচ্ছে নারী, বৃদ্ধ, শিশু ও অসুস্থদের।
জানা গেছে, উপজেলার পার্শ্ববর্তী কালকিনি হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ দ্রুত ও উন্নত করতে ২০১৪ সালে আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণের কাজ শুরু হয়। নাজিরপুর ইউনিয়নের রামারপোল এলাকায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ করা শেষ হয় ২০১৯ সালে।
সংযোগ সড়ক না হওয়ায় দুই বছরেও উদ্বোধন করা হয়নি সেতুটি। তবে উদ্বোধন না হলেও জন সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। সেই সঙ্গে নদীতে চলাচলের নৌকা বন্ধ হয়ে যায়।
নাজিরপুর গ্রামের জয়নাল আবেদীন বলেন, সেতুর হওয়ার পরে সংযোগ সড়কের জন্য টাকা বরাদ্দ হয়েছিল শুনেছিলাম। সড়কে বালু দিয়ে ভরাট করা হয়েছিল। বর্ষায় বালু নেমে গেছে। এর পর আর কোনো কাজ হয়নি। অসুস্থ ও বৃদ্ধদের পার হতে হলে অনেক কষ্ট হয়।
নাজিরপুরের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল খান বলেন, সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করা প্রয়োজন। মানুষের আশা ছিল সেতু হলে নৌকা পারাপারের দুর্ভোগ কমবে। কিন্তু সেতু হওয়ার পরে নৌকা বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে গেছে। কোনো কোনো জায়গায় মাটি না থাকায় অনেক কষ্ট করে সেতুতে উঠতে হয়।
উপজেলা সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, নতুন ভাবে প্রায় ৭ কোটি টাকার দরপত্র দেওয়া হবে সংযোগ সড়কের। আশা করা যায় আগামী অর্থ বছরের আগেই এই সেতুর সংযোগ সড়কের কাজ শুরু হবে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন বলেন, সংযোগ সড়কের নকশায় কিছুটা ত্রুটি ছিল। ওই অবস্থায় সংযোগ সড়কটি করা হলে বিলীন হয়ে যেত। এখন নতুন করে নকশা পরিবর্তন করে সড়ক করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫