নেত্রকোনা প্রতিনিধি
ছয় বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার। এই উপলক্ষে শহরের মোক্তারপাড়া মাঠে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। পুরো শহর সেজেছে তোরণ আর গুরুত্বপূর্ণ নেতাদের ছবি আর ব্যানারে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন এ নিয়ে চলছে নানা আলোচনা।
তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা ও তৃণমূলকে চাঙা রাখাতে পারবেন এমন ত্যাগী নেতাদের নেতৃত্বে দেখতে চান দলের নেতা-কর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ, প্রধান বক্তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অতিথি বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এদিকে, সম্মেলন উপলক্ষে পোস্টার ও ব্যানারের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। এর মধ্যে সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব) আবদু নূর খান, মঞ্জুর কাদের কোরাইশী, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, হাবিবুর রহমান খান রতন, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহম্মেদ মাসুদ, অধ্যাপক ভজন সরকার, অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক ওমর ফারুক প্রমুখ প্রচার চালাচ্ছেন।
সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, ‘দলের হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি। মানুষের সেবার জন্য বারবার নেত্রকোনা পৌরসভার মেয়র নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। সাধারণ মানুষ আমার কাজের মূল্যায়ন করে নির্বাচিত করেছে। আশা করছি, দলীয় হাইকমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে সভাপতি পদে মনোনীত করবে।’
ছয় বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার। এই উপলক্ষে শহরের মোক্তারপাড়া মাঠে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। পুরো শহর সেজেছে তোরণ আর গুরুত্বপূর্ণ নেতাদের ছবি আর ব্যানারে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন এ নিয়ে চলছে নানা আলোচনা।
তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা ও তৃণমূলকে চাঙা রাখাতে পারবেন এমন ত্যাগী নেতাদের নেতৃত্বে দেখতে চান দলের নেতা-কর্মীরা।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ, প্রধান বক্তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অতিথি বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এদিকে, সম্মেলন উপলক্ষে পোস্টার ও ব্যানারের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। এর মধ্যে সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব) আবদু নূর খান, মঞ্জুর কাদের কোরাইশী, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, হাবিবুর রহমান খান রতন, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহম্মেদ মাসুদ, অধ্যাপক ভজন সরকার, অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক ওমর ফারুক প্রমুখ প্রচার চালাচ্ছেন।
সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, ‘দলের হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি। মানুষের সেবার জন্য বারবার নেত্রকোনা পৌরসভার মেয়র নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। সাধারণ মানুষ আমার কাজের মূল্যায়ন করে নির্বাচিত করেছে। আশা করছি, দলীয় হাইকমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে সভাপতি পদে মনোনীত করবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪