Ajker Patrika

ত্যাগীদের নেতৃত্বে দেখতেচান তৃণমূল নেতা-কর্মীরা

নেত্রকোনা প্রতিনিধি
ত্যাগীদের নেতৃত্বে দেখতেচান তৃণমূল নেতা-কর্মীরা

ছয় বছর পর নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ মঙ্গলবার। এই উপলক্ষে শহরের মোক্তারপাড়া মাঠে তৈরি করা হয়েছে সম্মেলনের মঞ্চ। পুরো শহর সেজেছে তোরণ আর গুরুত্বপূর্ণ নেতাদের ছবি আর ব্যানারে। দলীয় নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলনে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে আসছেন এ নিয়ে চলছে নানা আলোচনা।

তবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় ভূমিকা ও তৃণমূলকে চাঙা রাখাতে পারবেন এমন ত্যাগী নেতাদের নেতৃত্বে দেখতে চান দলের নেতা-কর্মীরা।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ, প্রধান বক্তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অতিথি বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, আহম্মদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসিম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এদিকে, সম্মেলন উপলক্ষে পোস্টার ও ব্যানারের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা। এর মধ্যে সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব) আবদু নূর খান, মঞ্জুর কাদের কোরাইশী, অ্যাডভোকেট আমিরুল ইসলাম, হাবিবুর রহমান খান রতন, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন আহম্মেদ মাসুদ, অধ্যাপক ভজন সরকার, অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান নোমান, কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক ওমর ফারুক প্রমুখ প্রচার চালাচ্ছেন।

সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, ‘দলের হয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি। মানুষের সেবার জন্য বারবার নেত্রকোনা পৌরসভার মেয়র নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছে। সাধারণ মানুষ আমার কাজের মূল্যায়ন করে নির্বাচিত করেছে। আশা করছি, দলীয় হাইকমান্ড বিষয়টি বিবেচনা করে আমাকে সভাপতি পদে মনোনীত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত