Ajker Patrika

এল পূজার গান

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৯: ২১
এল পূজার গান

রফিকুল ও আবিদার ‘দেবী’
দুর্গাপূজা উপলক্ষে কণ্ঠশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা ‘দেবী’ নামে একটি গান করেছেন। শেখ নজরুলের কথায় গানটির সুর সোয়েব শিবলীর, সংগীতায়োজন করেছেন বিনোদ রায়। ভিডিও বানিয়েছেন সেজাত খান। গানটি প্রকাশ পেয়েছে এইচ এম ভয়েজ ইউটিউব চ্যানেলে। 

সিঁথি গেয়েছেন ‘বলো দুর্গা মাসিঁথির ‘বলো দুর্গা মা’
সিঁথি সাহার পূজার গানের ভিডিওতে দেখা গেছে কলকাতার আবির চট্টোপাধ্যায়কে। ‘বলো দুর্গা মা’ নামের এই গানে সিঁথি ছাড়াও কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের নন্দিত শিল্পী ঊষা উত্থুপ ও ঈশান। রাজীব দত্তের কথায় গানটির সুর করেছেন তুবাই রায়। পথিকৃৎ বসুর নির্মাণে গানের ভিডিওতে আবির-সিঁথি জুটির সঙ্গে ঊষা উত্থুপও অভিনয় করেছেন। গানটি প্রকাশ হয়েছে কলকাতার সারেগামা থেকে।

সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ গেয়েছেন পূজার গান ‘রাইকিশোরী’ সমরজিৎ ও প্রিয়াংকার ‘রাইকিশোরী’
প্রকাশ হয়েছে সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের দ্বৈত কণ্ঠে আধুনিক বাংলা গান ‘রাইকিশোরী’। গানটির কথা লিখেছেন নবারুণ বিশ্বাস। সুর ও সংগীত পরিচালনা করেছেন সমরজিৎ নিজেই। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন পিজিত। গানটি প্রকাশ হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।

আট শিল্পীর ‘দেখা দাও মা’
দুর্গাপূজা উপলক্ষে ‘দেখা দাও মা’ শিরোনামে একটি গানের ভিডিও প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি লিখেছেন ওপার বাংলার গীতিকার প্রসেন। সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা আচার্য ও অনিন্দিতা সাহা অথি। রমনা কালীমন্দিরে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। পূজার সাজে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন গানের শিল্পীরা। 

শ্রীপর্ণার ‘কন্যা আইল’
‘কন্যা আইল’ শিরোনামের গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা। গানটির সংগীতায়োজন করেছেন দেবদীপ বণিক। এ গানের কথা ও সুর শিল্পীর নিজেরই। ভারতের ওআরবি ক্রিয়েশন স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। বাঁশিতে ছিলেন স্বরূপ মুখার্জি। গিটারে অরিন্দম সরকার।

পাঁচ শিল্পীর কণ্ঠে ‘মহাদেব’
দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে নতুন গান ‘মহাদেব’। গানটি লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর ও সংগীত করেছেন শোভন রায়। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী বাঁধন সরকার পূজা, মৌমিতা বড়ুয়া, জি এম জন, শোভন রায় ও অজয় রায়। গানটি প্রসঙ্গে প্রসেনজিৎ ওঝা বলেন, ‘গত শিবরাত্রিতে এই গানের ভাবনাটা মাথায় আসে। এবার দুর্গাপূজা উপলক্ষে শোভন আগ্রহ প্রকাশ করায় গানটি তৈরি হলো।’

শুভর কণ্ঠে ‘প্রেম বিরহ’ 
শারদীয় উৎসবে সাইফ শুভর নতুন গান ‘প্রেম বিরহ’। গানটি একটি প্রেম বিচ্ছেদ পর্যায়ের মর্ডান ফোক গান। কথা লিখেছেন গীতিকবি নবীন আহমেদ, সুর ও সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন শুভ নিজেই। শুভ বলেন, ‘সত্য গল্প অবলম্বনে নির্মিত গান এবং গানচিত্রটি আশা করি সব ধরনের দর্শক-শ্রোতাদের মনেই দাগ কাটবে।’ গানটি আগামীকাল প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়ায় সব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ হবে। 

কলকাতার গান 
কলকাতায় প্রকাশ হয়েছে একাধিক গান। কুমার শানু ‘এভাবেই গানে গানে’, অমিত কুমার ‘এসে গেছি সেই আমি’,  অলকা ইয়াগনিক ‘অজানা সেই দুচোখে’, অভিনেত্রী মিমি চক্রবর্তী ‘আমাদের পুজোর গান’, বাবুল সুপ্রিয় ‘জয় মা দুর্গা’, কুমার শানুপুত্র জান কুমার ‘ভালোবাসার সুরে ঠিকানা’ গান গেয়েছেন। এ ছাড়া ইমন চক্রবর্তী, শোভন গঙ্গোপাধ্যায়, তৃষা চট্টোপাধ্যায়, ঋতি টিকাদার, অর্ণব চক্রবর্তী, নির্মাল্য রায়ের মতো শিল্পীরা গেয়েছেন ‘আবার এলে মাগো’ শিরোনামের একটি গান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

আজকের রাশিফল: প্রপোজের জন্য বিপজ্জনক দিন, গ্রহরা একগুঁয়েমিটা ছাড়তে বলছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ