Ajker Patrika

নির্মাণের আড়াই বছর পার হলেও চালু হয়নি সেবা

শিপুল ইসলাম, রংপুর
Thumbnail image

নির্মাণের পর আড়াই বছর পার হলেও চালু হয়নি রংপুরের ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক শিশু হাসপাতাল। রংপুর বিভাগের আট জেলার প্রধান শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবেই ২০১৭ সালে হাসপাতালটি নির্মাণ করা হয়।

ভবন থাকলেও নিয়োগ দেওয়া হয়নি চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল এবং নেই যন্ত্রপাতিও। স্থানীয়দের দাবি, শিগগিরই শুরু করা হোক হাসপাতালটি। অন্যদিকে প্রশাসন বলছে, হাসপাতালটি এখনো ডেডিকেটে করোনা হাসপাতাল হিসেবে চালু আছে। তবে জনবল ও যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটি চালু করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর সদর হাসপাতালের ১ একর ৭৮ শতাংশ জমিতে শিশু হাসপাতাল নির্মাণ শুরু হয় ২০১৭ সালের ২১ নভেম্বর। ৩১ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৮০৯ টাকা ব্যয়ে হাসপাতালটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মল্লিক এন্টারপ্রাইজ ও মেসার্স অনিক ট্রেডিং করপোরেশন। নির্মাণকাজ শেষ হলে আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জনকে ২০২০ সালের ৮ মার্চ হস্তান্তর করা হয় হাসপাতালটি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, এ হাসপাতালে করোনার রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে এর মূল উদ্দেশ্যই হলো পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হিসেবে সেবা দেওয়া। যেহেতু করোনা সহনশীল পর্যায়ে রয়েছে, সেহেতু এখন শিশু হাসপাতালটি চালু করা হোক। এতে রংপুর অঞ্চলের শিশু রোগের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শরীফুল হাসান বলেন, ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো ডেডিকেটে করোনা হাসপাতাল হিসেবে চালু আছে। এখানে করোনা রোগী ভর্তি আছে।

এখন শিশুবিষয়ক সেবা চালু করার জন্য সরকারের একটা সিদ্ধান্তের বিষয় রয়েছে। করোনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শরীফুল হাসান আরও বলেন, ‘ভবন হলেই তো হাসপাতাল হয় না। চিকিৎসকসহ জনবল নিয়োগ, যন্ত্রপাতিসহ আরও অনেক ব্যাপার থাকে। সবকিছুর কাগজপত্র সিভিল সার্জনের কাছে আছে। এ বিষয়ে আমিও চিঠি লিখেছি। তবে কবে নাগাদ শিশু হাসপাতাল চালু হবে তা স্বাস্থ্য বিভাগ ও মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

এ নিয়ে জানতে চাইলে সিভিল সার্জন শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়েছি। করোনার কারণে হয়তো সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। তবে কবে নাগাদ জনবল ও যন্ত্রপাতি দিয়ে হাসপাতালটি চালু হবে তা বলতে পারছি না। ’   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত