Ajker Patrika

পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা সেই কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৬: ১৫
পিটিয়ে স্বীকারোক্তি আদায় করা সেই কর্মকর্তা প্রত্যাহার

নগরের পাহাড়তলীর সেলডিপো এলাকা থেকে এক চোরকে ধরে এনে তিন ঘণ্টা পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ওঠার পর রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার তাঁকে কমান্ড্যান্ট চট্টগ্রাম দপ্তরে সংযুক্ত করা হয়। এর আগে গত ৮ এপ্রিল আজকের পত্রিকায় ‘ধরে এনে পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আরএনবির কর্মকর্তার বিরুদ্ধে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

আরএনবির কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আসার পর বাহিনীর সুনামের স্বার্থে ইসরাইল মৃধাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ২২ মার্চ রাতে পাহাড়তলী সেলডিপোর পাশে স্ক্যাপ কলোনিতে নিজ বাসা তুলে আনে আকরাম আলী নামে এক ব্যক্তিকে। তারপর তিন ঘণ্টা পিটিয়ে রেলের মালামাল চুরি করেছে বলে স্বীকারোক্তি আদায় করে। বিনা কারণে তিনি ১৪ দিন জেল কাটেন। পরে ৭ মার্চ আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোতে এসে আকরাম আলী বলেন, রাত ৮টার দিকে হঠাৎ আরএনবির ইসরাইল মৃধা, হাবিলদার আনোয়ার হোসেনসহ চারজন এসে ধরে নিয়ে যায় সেলডিপোর ভেতরে। সেখানে কোনো কারণ ছাড়াই তিন ঘণ্টা পেটায়।

তারপর ইসরাইল মৃধা বলেন, ‘তুই বাঁচতে চাইলে যাদের নাম বলব, তুই তাদের নাম বলবি। কিছুক্ষণ পর রেলওয়ের বেশ কিছু পুরোনো মালামাল আমার সামনে রাখা হয়। তারপর বলতে বলা হয়, আমি এগুলো সেল ডিপো থেকে চুরি করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত