Ajker Patrika

আখেরি মোনাজাতে জোড় ইজতেমা শেষ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ২২
আখেরি মোনাজাতে জোড় ইজতেমা শেষ

চট্টগ্রামের হাটহাজারীতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জোড় ইজতেমা।

গতকাল রোববার মির্জাপুর ইউনিয়নের বোর্ড স্কুল সংলগ্ন চারিয়া গ্রামে জোড় ইজতেমার আখেরি মোনাজাতে আল্লাহর সন্তুষ্টি ও পরকালে মুক্তি প্রত্যাশায় দাওয়াতি কাজ করার প্রত্যয় ও মুসলিম উম্মাহর ঐক্য-সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, সুখ-সমৃদ্ধি, বিশ্বশান্তি এবং কল্যাণ কামনা দোয়া করা হয়।

গতকাল সকাল ১১টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দুপুর ১২টা ২৫ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত।

বাংলায় মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ সদস্য, বাংলাদেশের তাবলিগের মুরব্বি ও কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ। তাঁর সঙ্গে হাজারো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন, আমিন ধ্বনি তোলেন। এ ধ্বনিতে মুখর হয়ে ওঠে হাটহাজারীর চারিয়া গ্রামসহ আশপাশের এলাকা।

এর আগে ইজতেমার শেষ দিনে বাদ ফজর আম বয়ান শুরু করেন মুফতি আব্দুর রহমান (ভারত)। বয়ানের তরজমা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ।

এবার ইজতেমা থেকে ১ চিল্লা, ৩ চিল্লা ও ১ বছরের জন্য দেশ-বিদেশে সর্বমোট দেড় শ জামাত বের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক এবং চট্টগ্রাম তাবলিগের সুরা সদস্য মুফতি জসিম উদ্দীন।

হাটহাজারী মডেল থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তিন দিনব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। তিনি বলেন, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাদা পোশাকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইজতেমা মাঠের চারপাশে মোতায়েন ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত