Ajker Patrika

বজরঙ্গি ভাইজানের সিক্যুয়েলে কারিনার বদলে পূজা

বজরঙ্গি ভাইজানের সিক্যুয়েলে কারিনার বদলে পূজা

সালমানের খানের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আয় করেছিল প্রায় ৯১৮ কোটি রুপি। সিনেমাটি আবার পর্দায় ফিরবে, এ কথা আগেই জানিয়েছিলেন ‘ভাইজান’। ২০২১ সালে নিজের জন্মদিনে তিনি বজরঙ্গির সিক্যুয়েলের ঘোষণা দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন এ বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।

গতকাল ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ বজরঙ্গির সিক্যুয়েলের চিত্রনাট্য লেখা শুরু করেছেন। তিনি জানিয়েছেন, বছর দুয়েক আগে সিক্যুয়েলের গল্প শোনার পর সালমান সঙ্গে সঙ্গেই রাজি হন। তখন থেকেই তাঁরা কাজ শুরু করেন। নানা পরিবর্তন, পরিমার্জনের মধ্য দিয়ে গল্প এত দিনে চূড়ান্ত রূপ পেয়েছে।

বজরঙ্গি ভাইজান সিনেমায় সালমানের নাম ছিল পবন, তাই দ্বিতীয় পর্বের নাম রাখা হয়েছে ‘পবনপুত্র ভাইজান’। বজরঙ্গিতে তাঁর নায়িকা হয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু এবার নাকি কারিনা থাকছেন না। শোনা যাচ্ছে, পবনপুত্র ভাইজানে সালমানের সঙ্গে থাকবেন পূজা হেগড়ে।

‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় সালমান ও কারিনাসালমানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ তাঁর সঙ্গী হয়েছেন পূজা। সে ধারাবাহিকতায় বজরঙ্গিতেও যুক্ত হচ্ছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পবনপুত্র ভাইজানে পূজা অভিনয় করবেন। তবে তিনি কারিনার জুতায় পা গলাবেন নাকি তাঁর জন্য আলাদা কোনো চরিত্র থাকবে, বিষয়টি নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে সালমান কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান—কারও পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি এখনো।

সালমান খানের সঙ্গে পূজা হেগড়ের ঘনিষ্ঠতা নিয়ে বলিউডে কানাঘুষো হচ্ছে দীর্ঘদিন ধরে। অনেকেই বলছেন, বয়সে ২৫ বছরের ছোট অভিনেত্রীকে মন দিয়েছেন ‘ভাইজান’। তবে অভিনেতার ঘনিষ্ঠমহলের দাবি, এ সবই গুঞ্জন। অভিনয়ের বাইরে পূজার সঙ্গে সালমানের ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত