Ajker Patrika

‘নির্বাচন নয়, ষড়যন্ত্রের জন্য এসেছে বিএনপি’

সাভার প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০: ১৮
Thumbnail image

নির্বাচন করার জন্য নয়, বিএনপি ষড়যন্ত্র করার জন্য এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হযরতপুর উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেন, ‘নির্বাচন করার জন্য তারা (বিএনপি) আসে নাই, তারা ষড়যন্ত্র করার জন্য এসেছে। তাদের তো নেতৃত্বই নাই। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি দলের নেতৃত্বে থাকতে পারে না। পরবর্তী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক, চাই প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। এখনো ২ বছরের বেশি সময় আছে। আমরা চাই আপনারা প্রস্তুতি নিয়ে নির্বাচনে আসেন।’

কামরুল ইসলাম বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস করি না। উন্নত অনেক বিশ্বের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি। ইনশা আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ টিকা পাবেন। শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ হামিদ। এতে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. আব্দুল মান্নান।

এতে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক শফিউল আযম খান বারকু, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত