Ajker Patrika

ফোনের সঙ্গী

আনিকা জীনাত
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
Thumbnail image

একটি ফোন ততটাই উপকারী, যতটা আপনি কাজে লাগাতে পারেন। আর ফোনের কাজ সহজ করে বিভিন্ন অনুষঙ্গ। স্মার্টফোনের প্রয়োজনীয় কিছু অনুষঙ্গের খোঁজ জানাচ্ছেন আনিকা জীনাত

গিম্বল

মোবাইল ফোন থাকবে আর তাতে ভিডিও করবেন না, সেটা কি হয়? কিন্তু মোবাইল ফোন হাতে ধরে ভিডিও করার কিছু সমস্যা আছে; বিশেষ করে ভিডিও করার সময় আপনার হাত কাঁপতে পারে। হাত কাঁপলে ভিডিও যে ভালো হবে না, সেটা আমরা সবাই জানি।

এ সমস্যা দূর করা যায় গিম্বল দিয়ে; বিশেষ করে যাঁরা ট্র্যাভেল ভ্লগ বা ফুড ভ্লগের কনটেন্ট তৈরি করেন, তাঁরা চাইবেন ভিডিও চিত্র পেশাদার হোক। তাঁদের জন্য গিম্বল প্রয়োজনীয় একটি অনুষঙ্গ। ডিজেআই, গোপ্রো, ফেইউটেক, বেনরো স্নোপ্পা ভিমেট ইত্যাদি ব্র্যান্ডের গিম্বল এখন বেশ জনপ্রিয়।

ভিডিও চিত্র ধারণ করতে একসময় হাইড্রোলিক ক্রেন যে কারণে ব্যবহার করা হতো, এখন একই কাজ করে গিম্বল। এর বিভিন্ন রকমফের আছে। এটি একই সঙ্গে ট্রাইপড ও ডলি ট্র্যাকের কাজ করে। হাঁটতে হাঁটতে কিংবা চলমান অবস্থায় ভিডিও চিত্র ধারণে যে শেকিং সমস্যা তৈরি হয়, গিম্বল সেটা দূর করে। ফলে ভিডিও চিত্র স্থির থাকে। এতে ক্যামেরা সেট করে ওপরে, নিচে, ডানে, বামে ঘুরিয়ে ভিডিও চিত্র ধারণ করা যায়।

পেশাদারদের মতো ভিডিও তৈরিতে যেসব যন্ত্রের প্রয়োজন, তা পুরোপুরি গিম্বল দিয়ে মেটানো সম্ভব নয়। তবে ছোটখাটো শুটিংয়ের কাজ অনায়াসেই চালানো যাবে এটি দিয়ে। এটি ট্র্যাভেল ভ্লগার ও কনটেন্ট ক্রিয়েটরদের উপযোগী। ব্র্যান্ডভেদে গিম্বলের দাম একেক রকম। তবে সাধারণত ৫ হাজার টাকা থেকে এর দাম শুরু হয়।

টেলিফটো লেন্সপোর্টেবল মোবাইল ফোন স্ট্যান্ড

হাতে ধরে ভিডিও কলে কথা বলা বেশ অসুবিধাজনক। সেই অসুবিধা দূর করতে পারে পোর্টেবল মোবাইল স্ট্যান্ড। ছোট্ট এই স্ট্যান্ডে ট্যাবলেটও রাখা যাবে। ভিডিও দেখতে দেখতে রান্না করতে, পিডিএফ বই পড়তে, ভিডিও কলে কথা বলতে বা অনলাইনে ক্লাস করার জন্য মোবাইল ফোন স্ট্যান্ডটি কিনতে পারেন। এটা ১৫ ডিগ্রি থেকে ১০০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায়। চার্জে দিয়ে ফোন নেভিগেশনের ক্ষেত্রে বেশ কাজে দেয় এটি। অ্যাডজাস্টেবল পোর্টেবল মোবাইল ফোন স্ট্যান্ড কিনতে খরচ হবে ৪৭০ টাকা।

টেলিফটো মোবাইল ফোন লেন্স

ছাদে বসে গল্প করছেন–এমন সময় দেখলেন প্লেন যাচ্ছে। তার পাশেই বিশাল একটি চাঁদ। এমন সময় একঝাঁক পাখি উড়ছে। ফোন বের করে ছবি তুলে যা দেখলেন তাতে শুধু আফসোসই বাড়ল। চাঁদের ছবি তো আর এমনি এমনি ভালো আসবে না। হয় মোবাইল ফোনের দাম অর্ধলাখের বেশি হতে হবে, নয়তো আলাদা করে টেলিফটো লেন্স কিনতে হবে।

ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা পোর্ট্রেট ছবি তুলতে জুম লেন্স কিনতে পারেন। দুরন্ত শিশুর ছবি তুলতেও জুম লেন্স বেশ কাজে লাগে। দূরের বস্তুকে কাছে এনে দেওয়ার কাজ করে টেলিফটো লেন্স। এই লেন্স তাই বুঝে-শুনে কেনা ভালো।

কিছু কিছু লেন্সের সঙ্গে ট্রাইপডও থাকে। তাই কেনার আগে দেখে নেবেন লেন্সের সঙ্গে ট্রাইপড আছে কি না। আলাদাভাবে টেলিফটো লেন্স কিনতে খরচ পড়বে প্রায় ৮ হাজার টাকা।

গিম্বলস্মার্ট ব্যান্ড

ফোনে যেসব নোটিফিকেশন আসবে তা স্মার্ট ব্যান্ডে দেখা যাবে। সেসব নোটিফিকেশন দেখে আপনি যোগাযোগ করতে পারবেন প্রয়োজনীয় ক্ষেত্রে।

স্মার্ট ব্যান্ডে সময় দেখা যায়, অ্যালার্ম ও স্টপ ওয়াচ সেট করা যায়, ব্যবহারকারীর হৃদ্‌স্পন্দনের গতি দেখা যায়। প্রতিদিন ক্যালরি পোড়াতে কত কদম হাঁটলেন বা কত ক্যালরি গ্রহণ করলেন, তা এতে দেখা যায়। এতে টানা ১ মাস চার্জ থাকে। ওয়ান প্লাস, অ্যামাজ ফিট, শাওমি, ফিটবিট ইত্যাদি ব্র্যান্ডের স্মার্ট ব্যান্ড স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয় এখন।

ভালো ব্র্যান্ডের স্মার্ট ব্যান্ডগুলো বা ফিটনেস ট্র্যাকারগুলো ২ থেকে ৩ হাজার টাকার মধ্যেই পাওয়া যায়।

সেলফি স্টিক

একটা সময় সেলফি স্টিক দিয়ে গ্রুপ ছবি তোলার ধুম পড়েছিল। করোনা মহামারিতে এই চলে ভাটা পড়েছে। কমে এসেছে সেলফি স্টিকের ব্যবহার। তবে ভ্রমণ-পাগলদের জন্য সেলফি স্টিক এখনো বেশ কাজের জিনিস। পাহাড়ের ধারে দাঁড়িয়ে নিজের চেহারাসহ পেছনের ব্যাকগ্রাউন্ডের অনেকটা ক্যামেরায় ধারণ করতে চাইলে সেলফি স্টিকের প্রয়োজন পড়বে।

দামি সেলফি স্টিকগুলো দিয়ে ট্রাইপডের কাজও চালানো যায়। অনলাইন মিটিংয়ের জন্য এ ধরনের সেলফি স্টিক বেশ কাজে লাগে।

ভালো মানের ব্লুটুথ সেলফি স্টিক উইথ ট্রাইপড দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। চাইলে আরও বেশি দামের সেলফি স্টিক কেনা যায়। তবে কাজ চালানোর জন্য বেশি দামের সেলফি স্টিক না কিনলেও চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত