Ajker Patrika

মাদকসহ মোটরসাইকেল জব্দ , গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ৩৩
মাদকসহ মোটরসাইকেল জব্দ , গ্রেপ্তার ৩

আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা থেকে ৪ হাজার ৬৯৫টি ইয়াবা বড়ি, ছয় কেজি গাঁজা ও বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল রোববার র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে সদর দক্ষিণের পদুয়ার বাজার মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ হাজার ৬৯৫টি ইয়াবা বড়িসহ মাহামুদুন নবী রিপন (২৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর জেলার বদরগঞ্জ থানার শাহাপুর গ্রামের বাসিন্দা।

অপর অভিযানে সদরের আমতলী মহাসড়ক এলাকা থেকে ছয় কেজি গাঁজা ও তিন বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন রাজবাড়ি জেলার সদর থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মো. রুবেল (৩০) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লুদুয়া গ্রামের অয়ন (১৯)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত