Ajker Patrika

নবাবগঞ্জে দিনদুপুরে বাড়িতে ঢুকে লুট

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৩: ২৭
Thumbnail image

ঢাকা জেলার নবাবগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে একদল দুর্বৃত্ত স্বর্ণালংকার ও টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পুরাতন বান্দুরায় প্রবাসী সকেল ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

সকেল ব্যাপারীর স্ত্রী সুফিয়া বেগম জানান, সোমবার দুপুরের দিকে অপরিচিত চারজন লোক বাড়িতে এসে তাঁর ছেলে সফিকুল ইসলাম মিঠুর সন্ধান করেন। মিঠু বাড়িতে নেই শুনে তাঁরা জোরপূর্বক ঘরে প্রবেশ করে সুফিয়া ও তাঁর মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলেন। এরপর তাদের কাছ থেকে আলমারির চাবি নিয়ে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেন। চলে যাওয়ার সময় সুফিয়া বেগম ও তাঁর মেয়ের হাত-পা ও মুখ বেঁধে রেখে যান দুর্বৃত্তরা। পরে মিঠু বেলা সাড়ে ৩টার দিকে বাড়িতে এসে তাঁর মা ও বোনকে উদ্ধার করেন। এ ঘটনায় সোমবার রাতেই নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান সুফিয়া।

সুফিয়া বেগম আরও বলেন, ‘ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আমাদের ঝামেলা চলছে। ধারণা করা হচ্ছে তারাই এই লুটের ঘটনা ঘটিয়েছে। কারণ লোকগুলো আমাদের জিম্মি করে প্রথমে জানতে চায়, আমরা তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছি কেন? এরপর তাঁরা প্রাণনাশের হুমকি দেন আমাদের।’

ছেলে মিঠু বলেন, ‘আমার শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা চলছে। আমার ধারণা শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।’

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এ ঘটনায় সুফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি সুফিয়া বেগমের ছেলের শ্বশুরবাড়ির সঙ্গে তাঁদের বিরোধ চলছে। ওই ঘটনার সঙ্গে লুটের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত