Ajker Patrika

এক সপ্তাহে ডিমের দাম হালিতে বাড়ল ৩ টাকা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৭: ০২
এক সপ্তাহে ডিমের দাম হালিতে বাড়ল ৩ টাকা

নেত্রকোনায় হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। প্রকারভেদে হালিপ্রতি ডিমের দাম গত এক সপ্তাহে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে। এতে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

গতকাল সোমবার নেত্রকোনা শহরের বড়বাজার, ছোটবাজার, জয়ের বাজার, রেল ক্রসিং বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে দেশি মুরগির ডিম ৬০ টাকা করে বিক্রি হলেও এখন হচ্ছে ৭০ টাকায়। যদিও দুয়েকটি দোকান ছাড়া দেশি মুরগির ডিম নেই বললেই চলে। অন্যদিকে ব্রয়লার মুরগির ডিম গেল সপ্তাহে হালিপ্রতি ৩৫ টাকা করে বিক্রি হলেও এখন ৩৮ টাকা। অন্যদিকে হাঁসের ডিম হালিপ্রতি ৫০ টাকার জায়গায় ৫৫ টাকা করে বিক্রি হচ্ছে। কোয়েল পাখির ডিম ১০ টাকার জায়গায় ১২ টাকা করে বিক্রি হচ্ছে।

ডিম বিক্রেতারা বলছেন, ঢাকায় ডিমের আড়তের সমিতি থেকে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হাঁস-মুরগির খাবারের দাম বেড়ে গেছে।

বড়বাজার এলাকার ডিমের দোকানি মো. সাগর বলেন, ‘আমাদের ডিম কিনতে হচ্ছে বেশি দামে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, গেল সপ্তাহেও যে দেশি মুরগির ডিম ৬০ টাকা করে পাওয়া গেছে। এখন তা ৭০ টাকায় কিনতে হচ্ছে। মানে হালিপ্রতি ১০ টাকা বেশি। এক লাফে ডিমের দাম এত বেশি হওয়ার কারণ বুজতে পারছেন না ক্রেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত