Ajker Patrika

বলেশ্বর নদে চালু হচ্ছে ফেরি

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০: ৫৮
বলেশ্বর নদে চালু হচ্ছে ফেরি

বলেশ্বর নদে শিগগিরই চালু হতে যাচ্ছে বড়মাছুয়া–রায়েন্দা ফেরি। নদীপথে পিরোজপুরের সঙ্গে বাগেরহাট জেলার যোগাযোগের সহজ মাধ্যম এটি। দুপাড়ে ফেরির জন্য পন্টুন ও জেটি নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। যে কোনো সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এ ফেরিটি।

এ দিকে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মঠবাড়িয়া অংশের জেটি নির্মাণ ও সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন।

ফেরি ঘাটে চলাচলের জন্য রায়েন্দা ঘাট থেকে পাঁচরাস্তা পর্যন্ত ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণের কাজও শেষ পর্যায়ে রয়েছে। আধা কিলোমিটার মূল সড়ক হবে ১৮ ফুট চওড়া। দুই পাশে ৩ ফুট করে ফুটপাত করা হবে।

এদিকে মঠবাড়িয়ার বড়মাছুয়া ঘাট সংলগ্ন অংশে ৮৩ লাখ টাকা ব্যয়ে ১৮ ফুট চওড়া ৫০০ মিটার সড়ক ও পন্টুনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার আবু হানিফ নিশ্চিত করেছেন। চলতি মাসের শেষের দিকে ফেরি নির্দিষ্ট ঘাটে চলে আসবে বলে জানিয়েছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...