Ajker Patrika

হৃতিক-দীপিকার দেখা হবে ‘ফাইটার’-এ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৯: ৪১
হৃতিক-দীপিকার দেখা হবে ‘ফাইটার’-এ

প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিনেমার নাম ‘ফাইটার’। ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ড্রামা হতে চলেছে সিনেমাটি। মানে বেশির ভাগ অ্যাকশন থাকবে আকাশে। ‘ফাইটার’-এর শুটিং হবে বিশ্বের পাঁচটি দেশে। সারা বিশ্বের দর্শকদের কথা মাথায় রেখে শুটিংয়ে ব্যবহার করা হবে সর্বাধুনিক প্রযুক্তি।

সিনেমাটির ঘোষণা এসেছিল গত বছর। কিন্তু করোনা মহামারির কবলে পড়ে ‘ফাইটার’ শেষ পর্যন্ত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে আশার আলো দেখালেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। গতকাল ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘ফাইটার’ হচ্ছে। আগামী আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ে যাবে ইউনিট। সিনেমাটির সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি।

সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮। ‘ফাইটার’-এর বাজেট থেকে শুরু করে শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করা হচ্ছে, তাতে সহজেই ধারণা করা যায়, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে এটি। এ সিনেমায় ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে হৃতিককে।

হৃতিক এখন ব্যস্ত আছেন ‘বিক্রম ভেদা’ সিনেমার শুটিং নিয়ে। মে মাসের শেষ দিকে এ সিনেমার শুটিং শেষ হবে। এরপরই ‘ফাইটার’-এর জন্য প্রস্তুতি শুরু করবেন হৃতিক।

অন্যদিকে দীপিকা এখন আছেন স্পেনে, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শুটিংয়ে। এতে তিনি অভিনয় করছেন শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে। ‘পাঠান’ শেষে দীপিকা যাবেন হায়দরাবাদে। সেখানে অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন। জুলাইয়ে আরও একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা তাঁর। এরপরই দীপিকা ‘ফাইটার’-এর কাজে যুক্ত হবেন।

নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, সব কাজ শেষে ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি। কেবল হিন্দিতে নয়, একই সঙ্গে তামিল, তেলুগু, মালয়ালম ভাষায়ও তৈরি হচ্ছে ফাইটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...