Ajker Patrika

মাছ ধরতে গিয়ে নিখোঁজ পুকুরে মিলল মরদেহ

তারাগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৩২
মাছ ধরতে গিয়ে নিখোঁজ পুকুরে মিলল মরদেহ

তারাগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ একজনের লাশ পাওয়া গেছে পুকুরে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্ধার পুচকিরদোলার মাঠের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির নাম কাশেম আলী (৫৫)। তিনি ইকরচালীর আসামীগঞ্জ দোলাপাড়া গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম মাছ ধরতে বুধবার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হন। তিনি পাশের বাছুরবান্ধা পুচকিরদোলার মাঠে যান। এরপর রাত ৯টার দিকেও তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে রাত ১০টার দিকে পুচকিরদোলার মাঠের একটি পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাশেম আলী পানিতে ডুবে মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২১, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত