Ajker Patrika

ডায়রিয়া পরিস্থিতি ছয় ঘণ্টায় ভর্তি ৭৮ রোগী

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১১: ১১
ডায়রিয়া পরিস্থিতি ছয় ঘণ্টায় ভর্তি ৭৮ রোগী

ফরিদপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা আবার বৃদ্ধি পাচ্ছে। গতকাল রোববার ছয় ঘণ্টায় ফরিদপুর সদর হাসপাতালে ৭৮ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে। যা গত কয়েক বছরের তুলনায় কয়েক গুন বেশি। শয্যা সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দা ও গাছতলায় চিকিৎসা নিতে হচ্ছে।

গতকাল ফরিদপুর সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, রোববার সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত ৭৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া এর আগে ভর্তি ছিল আরও ১৪১ জন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সব কর্মীদের ছুটি বাতিল করেছে। হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও আশপাশের সব ওয়ার্ডে এখন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। প্রতিষ্ঠানটির কোথাও শয্যা না পেয়ে অনেকেই বারান্দায় ও গাছতলায় চিকিৎসা নিচ্ছেন।

রোগীর স্বজনেরা বলেন, প্রচুর রোগী, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। সরকারি ওষুধ সরবরাহ করা হচ্ছে কম। রোগীকে স্যালাইন দেবে, তার স্ট্যান্ড পর্যন্ত নাই, বাধ্য হয়ে গাছে বেঁধে বা হাত দিয়ে উঁচু করে রাখতে হচ্ছে।

হাসপাতালের ডায়রিয়া রোগীদের সেবায় নিয়োজিত সেবিকা আমেনা খাতুন বলেন, রোগী আসছে প্রচুর, জায়গা দিতে পারছেন না। নিরুপায় হয়ে অনেকেই মেঝে, বারান্দা, আবার অনেকেই গাছতলায় সেবা নিচ্ছেন। সেবা নিশ্চিত করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন।

ফরিদপুরের সিভিল সাজন ছিদ্দীকুর রহমান বলেন, গত দেড় মাস ধরে ডায়রিয়া রোগী আসছে। ফরিদপুরে দুই দফা ডায়রিয়ার সংক্রমণের হার বেড়েছে। তবে এবার আক্রান্তের হার গত কয়েক বছরের তুলনায় বেশি।

তিনি জানান, ফরিদপুর সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর জন্য শয্যা রয়েছে মাত্র ১০ টি। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দুই শতাধিক। প্রতিষ্ঠানটিতে অন্য রোগীদের সেবা সাময়িক স্থগিত করে সব ওয়ার্ডে ডায়রিয়া রোগীদের সেবা চলছে। বিপুল সংখ্যক রোগী সেবা দিতে নার্স ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।

সিভিল সাজন বলেন, এখন ডায়রিয়ার রোগী গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। রোগী আসছে প্রতি মুহূর্তে, তবে তাঁরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। চিন্তার কারণ নেই, এ রোগীদের দুই থেকে তিন দিন ঠিকমতো যত্নে রাখলে ভালো হয়ে যায়।

ছিদ্দীকুর রহমান আরও বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে কিছু ডায়রিয়া রোগী ভর্তি নিলে এখানের চাপ অনেকটা কমে যেতো। রোগীরাও ভালো সেবা পেতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...